প্রায় ২০০ কোটি টাকার কেলেঙ্কারির পর্দাফাঁস বাংলায়

কলকাতা: ফের প্রায় ২০০ কোটি টাকার কেলেঙ্কারির পর্দাফাঁস বাংলায়৷ এবার ঘটনাস্থল খাস কলকাতা৷ জিএসটি প্রতারণার কাজে যুক্ত থাকার হাতেনাতে পাকড়াও সেন্ট্রাল জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ দপ্তর৷ চক্রের মাথা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়৷ কীভাবে চলত প্রতারণা? দপ্তরের কর্তারা জানিয়েছেন, প্রায় ৭২১ কোটি টাকার জাল ব্যবসা ফেঁদে৷ তার উপর জিএসটি প্রতারণা করা

3 stocks recomended

প্রায় ২০০ কোটি টাকার কেলেঙ্কারির পর্দাফাঁস বাংলায়

কলকাতা: ফের প্রায় ২০০ কোটি টাকার কেলেঙ্কারির পর্দাফাঁস বাংলায়৷ এবার ঘটনাস্থল খাস কলকাতা৷ জিএসটি প্রতারণার কাজে যুক্ত থাকার হাতেনাতে পাকড়াও সেন্ট্রাল জিএসটি ও সেন্ট্রাল এক্সা‌ইজ দপ্তর৷ চক্রের মাথা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়৷

কীভাবে চলত প্রতারণা? দপ্তরের কর্তারা জানিয়েছেন, প্রায় ৭২১ কোটি টাকার জাল ব্যবসা ফেঁদে৷ তার উপর জিএসটি প্রতারণা করা হয়৷ এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় প্রায় ১০০ কোটি টাকার৷ ওই চক্রটির কাজকর্ম খতিয়ে দেখে আশঙ্কা, রাজস্ব ক্ষতি বা জিএসটি ফাঁকি দেওয়ার অঙ্ক ২০০ কোটি টাকাতেও পৌঁছতে যেতে পারে বলে৷

এর আগেও জিএসটি ফাঁকি দেওয়ার কারবার চালানো একটি চক্রকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছিল জিএসটি অফিসকে৷ সেবারও জিএসটি ফাঁকির অঙ্ক ছিল প্রায় ১০০ কোটি টাকা৷ এদিন অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হলে, বিচারক ধৃতদের ১০ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ চলছে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =