নয়াদিল্লি: অর্থনীতিতে দারিদ্র মুক্তির পথ দেখিয়ে নোবেল জিতেছেন সস্ত্রীক বাঙালি গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো অভিজিৎবাবুও মোদি সরকারের কঠোর সমালোচক বলেই পরিচিত৷ মোদি সরকারের নোট বাতিল ঘোষণার পর সরাসরি জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত বিফলে যেতে পারে৷ আর তাই ঘটেছে৷ কিন্তু মোদি সরকারের কঠোর সমালোচনা করলেও কংগ্রেস ঘটনার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে অনেকেই মনে করছেন৷
জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের মূল হাতিয়ার ছিল ন্যায় প্রকল্প৷ রাহুল গান্ধীর ঘোষণা করা ন্যূনতম আয় নিশ্চয়তা প্রকল্প ন্যায়ের রূপরেখা তৈরি করেছিলেন এই অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ তবে নির্বাচনী সাফল্য না পেলেও অভিজিতবাবুর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প রাজস্ব ঘাটতির কথা মাথায় রেখে দেশের জনতা রায় ন্যূনতম আয় তিন হাজার টাকা করার নিশ্চয়তা দিয়েছিলেন তিনি৷ যদিও ন্যূনতম আয় ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী৷
কংগ্রেস সূত্রে খবর, অভিজিতবাবুর নির্ধারণ করা ন্যূনতম তিন হাজার টাকা আয় নিশ্চয়তা করার প্রস্তাব রাহুল গান্ধী ছ’হাজার টাকা করার পর অর্থনীতিবীদ অভিজিৎবাবু জানিয়েছিলেন, আমি ধীরে চলো নীতিতে বিশ্বাস করি৷ আর এই নীতিতেই রাজস্ব ঘাটতি কমানো সম্ভব৷ কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে অনেক কিছুই করতে হয়৷ ব্যক্তিগতভাবে অভিজিতবাবু মনে করেন, ভর্তুকি দেওয়া অর্থনীতি আসলে দেশের পক্ষে ক্ষতিকারক৷
কংগ্রেসের ন্যায়ের পরামর্শদাতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ টুইটারে তিনি লিখেছেন, অভিজিৎ আজ দেশকে গর্বিত করেছেন৷ অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধীও৷ সেখানে তিনি লিখেছেন, ন্যায় প্রকল্পের প্রশংসার পাশাপাশি অর্থনীতিবিদ অভিজিতবাবুকে শুভেচ্ছা জানান৷