GST রিফান্ড পেতে এবার থেকে বাধ্যতামূলক আধার অথেনটিকেশন

GST রিফান্ড পেতে এবার থেকে বাধ্যতামূলক আধার অথেনটিকেশন

3 stocks recomended

নয়াদিল্লি: চলতি মাসের গোড়ায় লখনউতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৪৫ তম বৈঠকে জিএসটি রিফান্ড দাবি করার জন্য করদাতাদের আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সেই পরিবর্তিত নিয়ম কার্যকর করার কথা  ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস৷ 

আরও পড়ুন- গৃহ ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

বিভিন্ন নিয়ম ফাঁকি রুখতেই এই ব্যবস্থা করা হয়েছে৷ এর মধ্যে কিছু ব্যবস্থা রয়েছে শুধুমাত্র একই প্যানের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিএসটি ফেরত দেওয়া যা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) রেজিস্ট্রেশন পেয়েছে। সিবিআইসি’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২২ থেকে যে সকল ব্যবসায়ী সামারি রিটার্ন এবং মাসিক জিএসটি দাখিল করতে পারেননি, তাঁরা পরের মাসে জিএসটিআর-১ বিত্রিয় রিটার্ন দাখিল করতে পারবেন না৷ 

এএমআরজি অ্যান্ড অ্যাসোসিয়াটসের সিনিয়র পার্টনার রতজ মোহন বলেন, “কর ফাঁকি আটকাতে সরকার মালিক, অংশীদার, কর্তা, ম্যানেজিং ডিরেক্টর, হোল-টইম ডিরেক্টর এবং অনুমোদিত স্বাক্ষরকারীদের জন্য আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করেছে।’’ জিএসটিআর -১ রিটার্ন দাখিল সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর করতে সিবিআইসি কেন্দ্রীয় জিএসটি আইনের ৫৯ (৬) ধারা ১ জানুয়ারি ২০২২ থেকে সংশোধন করবে। 

ইওয়াই ট্যাক্স পার্টনার অভিষেক জৈন বলেন, কর ফাঁকি রোধ করার লক্ষ্যে, সরকার যাতে একজন করদাতার অর্থ ফেরত দাবি করতে পারে, তাই আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে৷ এই পদক্ষেপ জালিয়াতিমূলক অর্থ ফেরতের ক্ষেত্রে কমাতে সাহায্য করবে৷ কারঁ শুধুমাত্র যাচাইকৃত করদাতারাই এখন থেরে রিটার্ন পাবেন৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 10 =