শহরে আসছেন নোবেলজয়ী, ছেলে-বৌমার জন্য উপহার সাজিয়ে প্রস্তুত মা

কলকাতা: অর্থনীতিতে নোবেল জয়ের পর এই প্রথম কলকাতায় পা রাখতে চলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ রাতে দিল্লি থেকে কলকাতায় আসছেন তিনি৷ কলকাতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অভিজিতবাবুর বৈঠক রয়েছে৷ আপাতত কলকাতায় একদিন থাকার কথা রয়েছে অভিজিতবাবুর৷ নোবেল পাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই প্রতিদিন ভিড় বাড়ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে ভিড়৷ সেখানে তাঁর মা

কলকাতা: অর্থনীতিতে নোবেল জয়ের পর এই প্রথম কলকাতায় পা রাখতে চলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ রাতে দিল্লি থেকে কলকাতায় আসছেন তিনি৷ কলকাতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অভিজিতবাবুর বৈঠক রয়েছে৷

আপাতত কলকাতায় একদিন থাকার কথা রয়েছে অভিজিতবাবুর৷ নোবেল পাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই প্রতিদিন ভিড় বাড়ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে ভিড়৷ সেখানে তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন ছেলের জন্য৷

জানা গিয়েছে, ছেলের জন্য পছন্দের পাঁঠার মাংস, কাবাব, পোনা মাছের কালিয়া, পায়েস রান্না করা হবে৷ এমনকী, পুত্রবধূর নোবেলজয়ী অর্থনীতিবিদ এন্থার ডাফলোর জন্য শাড়ি কিনেছেন অভিজিতবাবুর মা৷ সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছে নির্মলাদেবী৷

তিনি আরও জানিয়েছেন, দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে যদি প্রধানমন্ত্রী চান তাহলে অভিজিৎ তাঁর সঙ্গে কাজ করতে পারেন৷ কলকাতার প্রেসিডেন্সি কলেজের সঙ্গে দীর্ঘ সম্পর্ক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁকে প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবর্ধনা দেবে৷ নোবেলজয়ী অর্থনীতিবিদের সেই সংবর্ধনা হবে বাহুল্যবর্জিত৷ যেমনটা অভিজিত চেয়ে এসেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eleven =