রাজ্যের পরিষেবায় বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল রেশন কার্ড

হাওড়া: মাঝপথে পরিষেবা উধাও হওয়া রুখতে এবার আধারের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড বাধ্যতামূলক করছে রাজ্য৷ সঙ্গে গ্রাহকের ঠিকানা ও ফোন নম্বরও দিতে হবে৷ ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ জানা গিয়েছে, এখন থেকে বিনামূল্যে দেওয়া হাঁস-মুরগি পালবেন সরকারি পরিষেবা পেতে গ্রাহককে অবশ্যই থাকতে হবে ডিজিটাল রেশন কার্ড৷ রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে

3 stocks recomended

রাজ্যের পরিষেবায় বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল রেশন কার্ড

হাওড়া: মাঝপথে পরিষেবা উধাও হওয়া রুখতে এবার আধারের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড বাধ্যতামূলক করছে রাজ্য৷ সঙ্গে গ্রাহকের ঠিকানা ও ফোন নম্বরও দিতে হবে৷ ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷

জানা গিয়েছে, এখন থেকে বিনামূল্যে দেওয়া হাঁস-মুরগি পালবেন সরকারি পরিষেবা পেতে গ্রাহককে অবশ্যই থাকতে হবে ডিজিটাল রেশন কার্ড৷ রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে তা স্পষ্ট করে দিয়েছে৷ প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা প্রতিটি জেলায় পাঠানো হয়েছে বলে খবর৷

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দু’টি পৃথক স্কিমে বিনামূল্যে গরিব মানুষদের হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করে৷ সরকারের কাছে খবর আছে, অনেক ক্ষেত্রে তা খাতায় কলমে বিলি হলেও পরিষেবা গ্রাহক পর্যন্ত পৌঁছছে না৷ সেই কারণেই এবার কেন্দ্রীয় সরকার আধার কার্ড ও রাজ্য সরকার ডিজিটাল রেশন কার্ড বাধ্যতামূলক করছে৷ এর ফলে এই প্রকল্পের সুবিধা গ্রাহকের কাছে যাওয়া নিশ্চিত হবে বলে মনে করছে রাজ্য সরকার৷ এতদিন যে কোনও একটি সচিত্র পরিচয়পত্র জমা দিলেই গ্রাহকের নামে তা বরাদ্দ হত৷ কিন্তু, তা আদৌ গ্রাহকের কাছে পৌঁছচ্ছেচ্ছে কি না তা নিয়ে সংশয় কাটাতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *