৩.৬৬ মিলিয়ন গ্রাহক হারাল জিও, মুকেশ আম্বানির জন্মদিনেই প্রকাশ্যে রিপোর্ট

৩.৬৬ মিলিয়ন গ্রাহক হারাল জিও, মুকেশ আম্বানির জন্মদিনেই প্রকাশ্যে রিপোর্ট

3 stocks recomended

মুম্বই: জিও-এর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। কয়েক বছর আগে জিও-এর গ্রাহক সংখ্যা যেহারে বেড়েছিল, সেই গতিতেই সম্প্রতি জিও-এর গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে। শুধু ফেব্রুয়ারি মাসেই জিও ৩.৩৬ মিলিয়ন গ্রাহক সংখ্যা হারিয়েছে। তবে ভোডাফোন আইডিয়া বা ভিআইয়ের অবস্থাও মোটেই ভালো নয়। তাদেরও দ্রুত গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে।

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। এক্ষেত্রে এয়ারটেলের পৌষমাস বলা যেতে পারে। সম্প্রতি ট্রাই বা টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে এয়ারটেলের সঙ্গে ১.৫৯ মিলিয়ন গ্রাহক যুক্ত হয়েছে। যার জেরে এয়ারটেলের গ্রাহকের সংখ্যা দাঁড়াল ৩৫৮.০৭ মিলিয়ন। ৩.৩৬ মিলিয়ন গ্রাহক হারিয়ে জিও-র বর্তমান গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে     ৪০২.৭৩ মিলিয়ন। অন্যদিকে, ভোডাফোন আইডিয়াও দ্রুত গ্রাহক হারাচ্ছে। ফেব্রুয়ারি মাসে ভোডাফোন আইডিয়া ১.৫৩ মিলিয়ন গ্রাহক হারিয়েছে। ভোডাফোন আইডিয়ার মোট গ্রাহক সংখ্যা ২৬৩.৫৯ মিলিয়ন।

শুধু ফেব্রুয়ারি মাসে নয়, চলতি বছরের জানুয়ারি মাসেও জিও-এর গ্রাহক সংখ্যা কমেছে। জানুয়ারি মাসে ট্রাইয়ের রিপোর্টে দেখা গিয়েছে, জিও তাদের ৯৩ লক্ষ গ্রাহক হারিয়েছে। অন্যদিকে, ওই মাসে এয়ারটেলের সঙ্গে সাত লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। তবে পর পর দুই মাস জিওয়ের গ্রাহক সংখ্যা কমলেও শেয়ার বাজারে তার কোনও প্রভাব পড়েনি।

শুধু জিও বা ভোডাফোন আইডিয়ার গ্রাহকের সংখ্যা কমছে না, ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। ট্রাইয়ের এক রিপোর্টে দেখা গিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১৪৫.২৪ মিলিয়ন। এক মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪১.৫৩ মিলিয়ন। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী ভারতে এক মাসে ০.৩২ শতাংশ মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =