মুম্বই: দেশের টেলিকম সেক্টরে যে আমূল বদল এনেছে রিলায়েন্স জিয়ো তা হলফ করেই বলা যায়। এদিকে আর কয়েক মাসের মধ্যেই ফাইভ জি পরিষেবা শুরু হতে পারে দেশে, এমন খবর রয়েছে। ঠিক এমন একটা সময়ে রিলায়েন্স জিয়ো’র ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি! মঙ্গলবার খোদ এই খবর জানিয়েছে সংস্থা। তাহলে নতুন দায়িত্বে কে এলেন? জানা গিয়েছে, নয়া চেয়ারম্যান হয়েছেন মুকেশ পুত্র আকাশ আম্বানি। তাহলে ডিরেক্টর?
আরও পড়ুন- EPF সুদে কোপ, ৪৩ বছরে সর্বনিম্ন
এদিন বোর্ড জিয়ো’র নয়া চেয়ারম্যান হিসেবে মুকেশ-পুত্র তথা সংস্থার নন এগজিকউটিভ ডিরেক্টর আকাশ অম্বানীর নাম ঘোষণা করেছে। একই সঙ্গে অ্যাডিশনাল ডিরেক্টর পদে পাঁচ বছরের মেয়াদে রমিন্দর সিংহ গুজরাল ও কে ভি চৌধুরির নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে বহাল হয়েছে পঙ্কজ মোহন পাওয়ার। ২৭ জুন, ২০২২ থেকেই তারা দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান হয়েছে। এই মুহূর্তে দেশের অন্যতম সফল টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিয়ো।