কলকাতা: প্রাইভেট ফান্ডের সুদে পড়ল কোপ। ৮.১ হারেই কেন্দ্রের অনুমোদন। চলতি আর্থিক বছরে এই হারেই মিলবে ইপিএফ-এর সুদ। ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন এই সুদের হার। গত মার্চ মাসেই সুদ কমানোর সুপারিশ করে ইপিএফও ট্রাস্ট্রি বোর্ড। সেখানে বলা হয়, সুদের হার ৮.৫ থেকে ৮.১ শতাংশ করার জন্য। সেই সুপারিশেই কেন্দ্রীয় সরকার সায় দিয়েছে। মুল্যবৃদ্ধির মধ্যেই এই সুদের হারে কোপ পড়ল, তাতে চাপে সাধারণ মানুষ।
আরও পড়ুন: FD-তে পেতে পারেন ৮.৫১ শতাংশ সুদ, জেনে নিন কোথায়, কীভাবে
হিসেব বলছে, এই সুদ কমে যাওয়ার ফলে অন্তত ৬ কোটি চাকরিজীবীর পকেটে টান পড়বে। ২০২১-২২ আর্থিক বছরে এই হারেই সুদ পাবেন তারা। একদিকে যখন বাজারে জিনিসপত্রের আগুন দাম, অন্যদিকে এই সুদের হার কমে যাওয়ায় যে চাপ আরও বাড়ছে সাধারণের তা বলাই বাহুল্য। মার্চ মাসেই গুয়াহাটিতে ইপিএফও বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করা হয়। যদিও এই সিদ্ধান্তে ট্রেড ইউনিয়নগুলির অনেক বিরোধিতা ছিল কিন্তু তার পরেও এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এই সুপারিশেই সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার।