টুইটারে অর্ধেকের বেশি ফলোয়ার ভুয়ো, ফের বিতর্কের মুখে এলন মাস্ক

টুইটারে অর্ধেকের বেশি ফলোয়ার ভুয়ো, ফের বিতর্কের মুখে এলন মাস্ক

3 stocks recomended

নিউ ইয়র্ক: টুইটার কেনার পর থেকে বার বার সংবাদের শিরোনামে আসছেন ধনকুবের এলন মাস্ক।  কখনও টুইটার নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংবাদের শিরোনামে জায়গা করে নেয়, তো কখনও বিতর্ক। সম্প্রতি একটি অনলাইন অডিট টুলের রিপোর্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, এলন মাস্কের টুইটারে অর্ধেকের বেশি ফলোয়ার ভুয়ো। 

সম্প্রতি স্পার্ক টোরো নামের একটি অনলাইন অডিট টুলের রিপোর্ট প্রকাশ পেয়েছে। সেখানে দাবি করা হয়েছে, এলন মাস্কের ৫৩.৩ শতাংশ ফলোয়ার ভুয়ো। সেগুলো হয় ভুয়ো স্প্যাম অ্যাকাউন্ট বা সেই অ্যাকাউন্টগুলোর বর্তমানে কোনও অস্বিস্ত নেই।     যে কোনও টুইটার ব্যবহাকারী এই টুল ব্যবহার করে কোন অ্যাকাউন্টে কতজন ভুয়ো ফলোয়ার রয়েছেন, তা জানতে পারবেন। তবে স্পার্ক টোরো যে সঠিক তথ্য দেয় কি না, সেই বিষয়ে কোনও তথ্য জানতে পারা যায়নি। 

এলন মাস্কের ৯ কোটি ফলোয়ার রয়েছে।  এই প্রযুক্তি সম্পর্কে স্পার্ক টোরোর তরফে জানানো হয়েছে, দুই হাজার ব়্যান্ডম অ্যাকাউন্ট নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে। জানানো  হয়েছে, এক কোটি ফলোয়ার থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যাকাউন্টগুলো ভুয়ো কি না, তা বুঝতে ২৫ রকমের পরীক্ষা করা হয়।  স্পার্ক টোরো জানিয়েছে, যে সমস্ত প্রোফাইলে কম ফলোয়ার রয়েছে, তাদেরও ৪০ শতাংশ ভুয়ো ফলোয়ার রয়েছে। 

সম্প্রতি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টেসলা কর্তা টুইটার কিনে নেন। এরপরেই তিনি নতুন সিইও বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে  এলন মাস্ক এখনও ট্যুইটারের নতুন সিইও-য়ের নাম প্রকাশ্যে আনেননি। তবে যতদিন টুইটারের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততদিন পরাগ আগওয়াল সিইও  হিসেবে কাজ করে যাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ট্যুইটারের বোর্ড সদস্যদের বেতন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। তিনি মনে করছেন, এর মাধ্যমে তিনি তিন বিলিয়ন মার্কিন ডলার বাঁচাতে সক্ষম হবেন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =