large cap fund
মুম্বই: ৭টি লার্জক্যাপ মিউচুয়াল ফান্ড বেঞ্চমার্ককে টপকে দিল দুরন্ত রিটার্ন৷ আপনি কি বিনিয়োগ করেছিলেন? কেন এই লার্জক্যাপ ফান্ডগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা? লার্জ ক্যাপ ফান্ডগুলি মূলত তাঁদের বিনিয়োগের ৮০ শতাংশ বাজারের বড় বড় শেয়ারগুলিতে বিনিয়োগ করে থাকে। তবে কিছু কিছু লার্জক্যাপ ফান্ড আছে যা বেঞ্চমার্কের থেকেও অনেক বেশি রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। তেমনই ৫টা ফান্ডের নাম জানাব আপনাদের৷ নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড যেখানে ১ বছরে রিটার্ন এসেছে ৪১.৫৪ শতাংশ। ইনভেস্কো ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডে ১ বছরে রিটার্ন এসেছে ৩৭.৫৯ শতাংশ। বেঞ্চমার্ককে অনেক ব্যবধানে ছাড়িয়ে গিয়েছে এই ফান্ড। আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্লু-চিপ ফান্ড এমনই একটি লার্জক্যাপ ফান্ড যা গত এক বছরে বিনিয়োগকারীদের ৩৭.৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে৷
এইচডিএফসি টপ ১০০ ফান্ডে বিনিয়োগ করলে এক বছরের মধ্যেই আপনি ৩৫.০৮ শতাংশ রিটার্ন পেতেন। টাটা লার্জ ক্যাপ ফান্ড এক বছরে বিনিয়োগকারীদের ৩২.৪৩ শতাংশ রিটার্ন দিয়েছে৷ বরোদা বিএনপি পরিবাস লার্জ ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের দিয়েছে ৩৭.১৭শতাংশ রিটার্ন৷ Edelweiss Large Cap Fund এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের দিয়েছে ৩১.৬৮ শতাংশ রিটার্ন৷ দেশের সমস্ত বড় বড় সংস্থার শেয়ারে এই ফান্ডগুলি বিনিয়োগ করে থাকে। ফলে রিটার্ন যেমন ভাল পাওয়া যায়, তেমনি ঝুঁকিও তুলনায় অনেক কম থাকে।
বাজারে সরাসরি শেয়ারে অনেকেই বিনিয়োগ করতে পিছপা হন। সময়ের অভাব, অভিজ্ঞতার অভাব বড় কারণ। তাঁদের জন্য রয়েছে মিউচুয়াল ফান্ড। নানারকম ফান্ডের মধ্যে লার্জ ক্যাপ ফান্ডগুলিতে তুলনায় ঝুঁকি অনেক কম। লার্জ ক্যাপ ফান্ডগুলি তাঁদের বিনিয়োগের ৮০ শতাংশ বাজারের বড় বড় শেয়ারগুলিতে বিনিয়োগ করে থাকে। তবে দেখা গিয়েছে, কিছু কিছু লার্জক্যাপ ফান্ড বেঞ্চমার্কের থেকেও অনেক বেশি রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের৷ সেই ৭টা লার্জ ক্যাপ ফান্ডের কথা আজ জানালাম আপনাদের৷