নয়দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল ও পণ্য পরিষেবা কর (জিএসটি’র) জেরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে কাজ হারিয়েছেন ৩৫ লক্ষ শ্রমজীবী৷ অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার্স অর্গানাইজেশন তার সমীক্ষা রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে৷ জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে এই সংবাদ প্রকাশিত হয়েছে৷ দেশের ৩ লক্ষ ক্ষুদ্র, ছোট, মাঝারি, শিল্প ও ব্যবসায়ীর উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷
রিপোর্টে উল্লেখ, ২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানার শুরু থেকে সাড়ে চার বছরে দেখা গেছে কর্মসংস্থান বাড়েনি৷ উলটে মোদী সরকারের নোট বাতিল ও পণ্য পরিষেবা করের ঠেলায় বন্ধ হয়েছে বহু ছোট ক্ষুদ্র শিল্প, কলকারখানা, ছোট দোকান, ব্যবসা৷ যা দেশে বিপুল কর্মসঙ্কোচন ঘটিয়েছে৷ ম্যানুফ্যাকচারার্স অর্গানাইজেশন তার রিপোর্টের শিরোনামে জানিয়েছে, নোট বাতিল ও পণ্য পরিষেবা কর হলো দেশে কর্মসংস্থান কমে যাওয়ার অন্যতম কারণ। ক্ষুদ্রশিল্পে কোন কোন ক্ষেত্রে কত পরিমাণে কাজ কমেছে তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ছোট ব্যবসায় কাজ হারানোর হার ৪৩ শতাংশ, ক্ষুদ্র শিল্পে ৩২ শতাংশ, ছোট শিল্পে ৩৫ শতাংশ, মাঝারি শিল্পে ২৪ শতাংশ। গত ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই সমীক্ষা চলে। রিপোর্টে বলা হয়েছে, সঙ্কটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্বনির্ভর ক্ষেত্র। তাদের ছোট কারবার নোট বাতিলে নগদ টাকার অভাবে প্রায় বন্ধ হয়ে গেছে। প্রতিযোগিতার বাজারে তারা টিকে থাকতে পারেনি। স্বল্প আয়ের পেশার কাজ, বিশেষ করে দর্জি, কলের মিস্ত্রি, জুতোর কাজ, ইলেকট্রিকের কাজ, সেলুনের কাজ এই সব পেশার কাজে বেশি ক্ষতি হয়েছে। রিপোর্টে মোদী জমানার সময়ে শিল্প পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, ২০১৫-১৬ সালে দেশে শিল্পে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করা গিয়েছিল। সরকার পরিবর্তনের পর নতুন সরকার এলে এরকম একটা চাঙ্গা ভাব দেখা যায়। সেটাই ক্রমশ মুখ থুবড়ে পড়েছে। নোট বাতিলের পর শিল্পের এই মন্দা ভাব আরও চরমে ওঠে। পণ্য পরিষেবা কর কাঠামো চালুর পর কাঁচা মালের দাম বেড়ে যাওয়ায় ছোট শিল্পে উৎপাদনে সঙ্কট চরমে ওঠে।