কম সময়ে বেশি আয়! FD-তে সর্বাধিক সুদ দিচ্ছে ১০টি ব্যাংক

কম সময়ে বেশি আয়! FD-তে সর্বাধিক সুদ দিচ্ছে ১০টি ব্যাংক

3 stocks recomended

নয়াদিল্লি: করোনার জেরে দিনে দিনে কমছে সুদের হার৷ ক্রমশ রেপো রেট কমাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক৷ আর সেই অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলিও সুদ কমাচ্ছে লাফিয়ে লাফিয়ে৷ স্বল্প সঞ্চয়ের সুদের কোপ নামতেই মাথায় হাত পড়েছে সাধারণ জনতার৷ ফলে, চলতি বাজার ব্যবস্থায় দেখে-শুনে বিনিয়োগের পারামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদদের একাংশ৷

বছরে কেমন সুদ দেয় বড় ব্যাংক? গ্রাহকের টাকার বিচারে দেশের বৃহৎ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলির গ্রাহকদের সুদের হার ধার্য করে থাকে৷ সেক্ষেত্রে HDFC এক বছরের মেয়াদি FD-র ক্ষেত্রে  ৫.২৫ শতাংশ দিয়ে থাকে৷ ICICI ব্যাংকের সুদের হার ৫.১৫ শতাংশ৷ , কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সুদের হার ৪.৭৪ শতাংশ৷ দেশের বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI ও ব্যাংক অফ বরোদা এক বছরের FD-তে ৫.১০ শতাংশ হারে সুদ দেয়৷

ছোট ব্যাংকে কেমন সুদ?  প্রতিযোগিতার বাজার টিকে থাকতে বড় ব্যাংকগুলির সঙ্গে পাল্লা দিয়ে তুলনামূলকভাবে ছোট একাধিক ব্যাংক৷ নতুন গ্রাহক ধরতে ছোট বেসরকারিগুলি চেষ্টার তেমন কোনও ত্রুতি রাখে না৷ বাজারে এমন কিছু বেসরকারি ব্যাংক আছে, যারা বছরে স্থায়ী আমানতে নিরিখে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দেয়৷ 

বিদেশি ব্যাংকে কেমন সুদ? এই মুহূর্তে ভারতে বাজারে বহু বিদেশি ব্যাংক ব্যবসা করে৷ বিদেশি ব্যাংকগুলি ১ বছর মেয়াদি স্থায়ী আমানতে খুব বেশি সুদ এখন দিচ্ছে না৷ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক স্থায়ী আমানতে সুদ দেয় মাত্র ৩.২৫ শতাংশের কাছাকাছি৷ HSBC ব্যাংকের স্থায়ী আমানতে সুদ ৩.২৫ শতাংশ৷ CITI ব্যাংকে ১ বছরের স্থায়ী আমানতে সুদের হার মাত্র ৩ শতাংশ৷

কোন ব্যাংকে সুদ সবথেকে বেশি? এক বছর মেয়াদি স্থায়ী আমানতে সবথেকে বেশি সুদ দিচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক৷ বার্ষিক ৭.২৫ শতাংশ৷ এর পরে রয়েছে RBL ব্যাংক৷ এক বছরের স্থায়ী আমানতে সুদ ৭.২০ শতাংশ৷ ইন্ডাসইন্ড ব্যাংকে এক বছরের স্থায়ী আমানতে সুদ দিচ্ছে ৭ শতাংশ, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক স্থায়ী আমানতে সুদ ৬.৯৬ শতাংশ৷ DCB ব্যাংকে স্থায়ী আমানতে সুদ ৬.৭৫ শতাংশ৷

আকর্ষক সুদ দিচ্ছে কোন ব্যাংক? এক বছর মেয়াদি স্থায়ী আমানতে ইয়েস ব্যাংক গ্রাহকদের ৬.৭৫ শতাংশ হারে বার্ষিক সুদ দিচ্ছে৷ এরপর রয়েছে স্ট্যাডার্ড চার্টার্ড৷ সুদের হার ৬.৩০ শতাংশ৷ ১ বছরের স্থায়ী আমানতে বন্ধন ব্যাংক গ্রাহকদের দিচ্ছে ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ৷ আইডিবিআই ব্যাংক দিচ্ছে ৫.৭০ শতাংশ সুদ৷ তবে, যে কোনও ব্যাংকে টাকা রাখার আগে কিংবা বিনিয়োগ করার আগে অবশ্যই সেই ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখা ভালো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =