১০০ কোটি খরচে মেয়ের মিয়ে! হ্যাঁ, এটাও সম্ভব আম্বানিদের

মুম্বই: যে দেশে মেয়ের বিয়ে দিতে গিয়ে জমি বাড়ি বিক্রি করতে হয় হতভাগ্য বাবাকে, সেই দেশে ১০০ কোটির টাকা খবর করে মেয়ের বিয়ের আয়োজন করলেন মুকেশ আম্বানির৷ অতিথি আপ্যায়ন, খাওয়া-দাওয়া, অতিথিদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে কড়কড়ে ১০০ কোটি টাকা নগদ খরচ করলেন আম্বানি৷ তাও আবার আয়কর বিভাগের নজর এড়িয়ে৷ দেশের সবথেকে ধনী পরিবারের অনুষ্ঠান

3 stocks recomended

১০০ কোটি খরচে মেয়ের মিয়ে! হ্যাঁ, এটাও সম্ভব আম্বানিদের

মুম্বই: যে দেশে মেয়ের বিয়ে দিতে গিয়ে জমি বাড়ি বিক্রি করতে হয় হতভাগ্য বাবাকে, সেই দেশে ১০০ কোটির টাকা খবর করে মেয়ের বিয়ের আয়োজন করলেন মুকেশ আম্বানির৷ অতিথি আপ্যায়ন, খাওয়া-দাওয়া, অতিথিদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে কড়কড়ে ১০০ কোটি টাকা নগদ খরচ করলেন আম্বানি৷ তাও আবার আয়কর বিভাগের নজর এড়িয়ে৷

দেশের সবথেকে ধনী পরিবারের অনুষ্ঠান বলে কথা! ১২ ডিসেম্বর মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়ে। পাত্র আনন্দ পিরামল। ইতিমধ্যেই গোটা শহরই সেজে উঠেছে এই হাই প্রোফাইল বিয়েতে৷ জানা গিয়েছে, মার্কিন সংস্থা থেকে ভাড়া নেওয়া ২০০টি বিমানের জন্য ৭৫০ কোটি টাকা গুনবেন মুকেশ৷ আম্বানিরা শহরের সব ফাইভ স্টার হোটেল বুক করে নিয়েছেন। অতিথিদের থাকার জন্য ৩০ কোটি টাকা খরচ করা হচ্ছে৷ গোটা দুনিয়া থেকে বহু অতিথি আসছেন উদয়পুরে। অতিথিদের যাওয়া আসার জন্য ভাড়া করা হয়েছে ১০০টিরও বেশি লাক্সারি গাড়ি। জাগুয়ার, মার্সেডিস, পোর্শে, অডি, বিএমডবলিউয়ের ছড়াছড়ি। বিবাহপূর্ব অনুষ্ঠানের পর আম্বানিরা ফিরে যাবেন মুম্বই। বিয়ে হবে সেখানেই।

 

View this post on Instagram

 

All.set for the wedding today #ishaambani #anandpiramal #bigfatindianwedding #desiwedding #ambaniwedding #ishakishaadi #nitaambani ❤❤❤ @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Dec 11, 2018 at 9:09pm PST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =