প্রেমদিবসের ভূমিষ্ঠ জেব্রা ‘ভ্যালেন্টিনা’, নবজাতকেরআবির্ভাবে খুশির হওয়া আলিপুর চিড়িয়াখানায়

প্রেমদিবসের ভূমিষ্ঠ জেব্রা ‘ভ্যালেন্টিনা’, নবজাতকেরআবির্ভাবে খুশির হওয়া আলিপুর চিড়িয়াখানায়

কলকাতা:তিন নতুন অথিতির আগমনে খুশির হওয়া আলিপুর চিড়িয়াখানায় । সেখানে ভূমিষ্ঠ হয়েছে একটি জেব্রা শাবক এবং দু’টি রিংটা লেমুর। অবশ্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে লেমুর দু’টি। সুস্থ রয়েছে জেব্রাও। তবে নতুন অতিথিদের সঙ্গে এখনও  আলাপ হয়নি আম জনতার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যেই দর্শকদের সঙ্গে দেখা হতে পারে তাদের। ইনিংস খুব একটা লম্বা ছিল না-ঠিকই। তবে অল্প সময়ে জমিয়ে ব্যাটিং করেছে শীত। আর শীত মানেই কমলালেবু, খাবারদাবার ব্যাগে ভরে ছুটির দিনের ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা। চিরাচরিত সেই অভ্যাসের কোনও পরিবর্তন নেই হুজুগে বাঙালির। তাই তো মিঠে রোদের উষ্ণতা গায়ে মেখে চলতি বছর শীতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন চিড়িয়াখানায়। আকর্ষণীয় করে তুলতে নতুন নতুন প্রাণীও আনা হয়েছে এখানে। আলিপুর চিড়িয়াখায় উৎসবের আমেজ। কারণ, চলতি মাসের প্রথম দিকেই প্রায় একসঙ্গে পৃথিবীর আলো দেখেছে এই শাবকগুলো। যদিও এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তারা।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, রিংটা লেমুর দু’টিকে চারমাস আগে ভাইজ্যাগ চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল। মূলত এই ধরনের লেমুর মাদাগাস্কারে পাওয়া যায়। আলিপুর চিড়িয়াখানায় আসার পরই বংশবৃদ্ধি হল তাদের। ফেব্রুয়ারির প্রথম দিনেই রিংটা লেমুর দু’টি জন্ম নেয়। তবে লেমুর দু’টি এখনও পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছে। সেকারণে তাদের দু’জনকে দর্শকদের সঙ্গে আলাপ করানো সম্ভব হয়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রের খবর, আগামী ৪-৫ দিনের মধ্যেই তাদের দর্শকদের সঙ্গে নতুন এই অতিথিদের আলাপ করানো হবে। রিংটা লেমুরের পাশাপাশি একটি জেব্রাও জন্ম নিয়েছে আলিপুর চিড়িয়াখানায়। জন্ম নেয় জেব্রা অন্ত্রার সন্তান। যেহেতু প্রেমদিবসে জন্ম নিয়েছে ওই জেব্রাটি, তাই তার নাম দেওয়া হয়েছে 'ভ্যালেন্টিনা'।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে খবর, জেব্রা শাবকটি সম্ভবত মেয়ে। বর্তমানে অন্ত্রা এবং ভ্যালেন্টিনা দু’জনেই সুস্থ আছে। ভ্যালেন্টিনাকে ধরে এই মু্হূর্তে চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা সাত। তাদের মধ্যে ২টি পুরুষ এবং ৫টি মহিলা জেব্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *