ভাতা নয়, কাজ চাই! স্থায়ী চাকরির দাবিতে যুবশ্রীদের কলকাতা অভিযান

ইতিমধ্যেই বেশ কিছু যুবশ্রীর ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে করোনা পরিস্থিতিতে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাঁদের। বৃহস্পতিবারের এই কর্মসূচির মাধ্যমে সেই ভাতা পুনরায় চালু করার দাবিও জানানো হবে সংগঠনের পক্ষ থেকে।

কলকাতা:  আগামীকাল ২৪ সেপ্টেম্বর পথে নামছেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যরা। ‘ভাতা নয় কাজ চাই’ রাজ্য সরকার নির্মিত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত শিক্ষিত বেকার যুব সম্প্রদায় এই দাবি দীর্ঘদিনের।

এদিন এই দাবিতেই  কলকাতা অভিযানে সামিল হতে চলেছেন সংগঠনের সদস্যরা। কর্মসূচি অনুসারে, বেলা বারটায় প্রথমে শ্রম দফতরের  সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিনই নবান্নে গিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপিও জমা দেবেন সংগঠনের সদস্যরা৷

সংগঠনের দাবি, ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এক লক্ষ ভাতা প্রাপক যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ বিগত সাত বছরেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাই আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত হওয়া বেকার যুবক-যুবতীদের। তাদের আরও দাবি, ইতিমধ্যেই বেশ কিছু যুবশ্রীর ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে করোনা পরিস্থিতিতে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাঁদের। বৃহস্পতিবারের এই কর্মসূচির মাধ্যমে সেই ভাতা পুনরায় চালু করার দাবিও জানানো হবে সংগঠনের পক্ষ থেকে।

প্রসঙ্গত, এই কর্মসূচি পালনের জন্য রাজ্যের সমস্ত জেলা বিশেষত উত্তরবঙ্গ থেকে এই সংগঠনের সদস্যদের এদিনের সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়েছে৷ তবে করোনা পরিস্থিতিতে কলকাতায় আসা সম্ভব না হলে, জেলা ভিত্তিক এই বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য সংগঠনের সমস্ত জেলা নেতৃত্বর কাছে আবেদন জানানো হয়েছে৷ আগামীকালের এই বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্যে দিয়েই আগামী দিনে আরও জোরদার আন্দোলনের সূচনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি৷                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − one =