Aajbikel

শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ, উত্তেজনা চণ্ডীপুরে

 | 
শুভেন্দু

চণ্ডীপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর৷ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা৷ 

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। বাড়ি ভৈরবপুরে৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই যুবক পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। সেই সময় হঠাৎ করেই শুভেন্দুর কনভয় এসে পড়ে। তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন ইসরাফিল।


যদিও এই খবর ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল৷ তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে বিরোধী দলনেতা কনভয়ের কোনও সম্পর্ক নেই। এই খবর ভিত্তিহীন। এদিকে ঘটনার পরই আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজিত জনতা দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন।


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। লিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘চণ্ডীপুরে একটা পথদুর্ঘটনা হয়েছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছি। এখনই স্পষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। এলাকায় উত্তেজনা রয়েছে। ঠিক কী ঘটেছে,  সেটা খতিয়ে দেখার পরেই এই নিয়ে বিশদে বলতে পারব।’’ তবে এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

Around The Web

Trending News

You May like