নৈহাটি: ফের টাকা উদ্ধার রাজ্যে৷ হাতে নাতে ধরল পুলিশ৷
লক্ষ লক্ষ টাকা নিয়ে লোকাল ট্রেনে সফর করছিল এক যুবক৷ রুটিন তল্লাশি চালাতে গিয়ে নৈহাটি রেল স্টেশনে টাকার পাহাড় উদ্ধার করল রেল পুলিশ। নগদ প্রায় ৬০ লক্ষ টাকা সহ আটক ওই যুবক। পরে তাঁকে গ্রেফতার করে নৈহাটি জিআরপি থানার পুলিশ৷
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আপ কল্যাণী লোকাল থেকে নৈহাটি স্টেশনে নামে ওই যুবক৷ সেই সময় চলছিল রুটিন তল্লাশি৷ ওই যুবকের হাতে ধরা ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের৷ ব্যাগ খুলতেই স্তম্ভিত পুলিশ৷ ব্যাগের মধ্যে থরে থরে সাজানো রয়েছে নোটের বান্ডিল৷ টাকা উদ্ধারের খবর পেয়েই ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। কোথা থেকে এত বিপুল পরিমাণ নগদ এল তার কাছে? কোথায় কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল? এই সকল প্রশ্নের উত্তর খুঁজছেন আয়কর দফতর এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
জানা গিয়েছে, জেরার মুখে বারবার বয়ান বদল করেছে ওই যুবক৷ ফলে ধন্দে পড়েছেন তদন্তকারীরা। ওই যুবক জানিয়েছে, তার নাম অভিষেক সোনকার ওরফে রোহন। বয়স ২৪৷ এত টাকা কোথা থেকে পেয়েছে? প্রশ্ন শুনে অভিষেক জানান, মাঝেমধ্যেই তিনি টাকা নিয়ে যাতায়াত করেন। কিন্তু এই টাকা কার? এই টাকার উৎসই বা কী, তার কোনও সদুত্তর তিনি দিতে পারেননি। বয়ানে অসঙ্গতি থাকায় প্রথমে আটক করা হলেও পরে গ্রেফতার করা হয় ওই যুবককে। টাকার উৎস সন্ধানে মরিয়া তদন্তকারী অফিসাররা মঙ্গলবার রাতভর অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছেন৷
অভিষেকের ব্যাগের মধ্যে কত টাকা রয়েছে তা স্পষ্ট নয়৷ আয়কর অফিসাররা এখনও টাকার ব্যাগ খোলেননি। তবে পুলিশ জানিয়েছে, আনুমানিক ৬০ লক্ষ টাকা রয়েছে ব্যাগে৷ টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেও অনুমান৷
এ দিকে অভিষেকের কাছ থেকে একটি ছেঁড়া নোট উদ্ধার করেছে পুলিশ। ওই ছেঁড়া নোটই টাকা পাচারের সঙ্কেত বলে তদন্তকারীদের অনুমান। যে ব্যক্তির হাতে ওই টাকা ভর্তি ব্যাগ পৌঁছে দেওয়ার কথা, সম্ভবত তাঁর কাছেই রয়েছে ওই দশ টাকার বাকি অর্ধেক অংশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>