কলকাতা: মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। এই মন্তব্য নিয়ে জলঘোলা হতেই ভোলবদল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ২৪ ঘণ্টা আগেই করা মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। কীভাবে?
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিলীপ বলেন, শনিবার সাংবাদিকরা মমতা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করেন। তখন আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমি প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বলেছি, সবটাই মজা করে। এটা তাঁর জন্মদিন বলে এই রসিকতা করেছিলাম। প্রশ্ন হল, দিলীপের মন্তব্য নিয়ে জলঘোলা হতেই চাপে পড়ে কি তিনি এই ইউ টার্ন করলেন?শীর্ষ নেতৃত্বের চাপ? নাকি এটাও কোনো কৌশল?
নিজের মন্তব্যের পরিষ্কার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, যদি বাংলা থেকে প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়, তাহলে তাঁর সেই যোগ্যতা আছে। একইসঙ্গে তিনি আরো বলেন, এটা সুদূর ভবিষ্যতে হতে পারে। কারণ এবার আবার নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন। জোরের সঙ্গে দাবি করেন তিনি।
দিলীপের এই মন্তব্য নিয়ে সিনিয়র কংগ্রেস নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া, অন্যদিকে বিরোধী জোটের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা। অন্যদিকে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল ও বিজেপির মধ্য়ে কৌশলগত সমঝোতা প্রকাশ্যে চলে এল।
এই হাওয়াটাই কি তুলতে চেয়েছিলেন দিলীপ? দেখা যাক বিতর্কের ঢেউ কোনদিকে য়ায়!