বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা! ফের ভাড়া বৃদ্ধির দাবিতে এককাট্টা সংগঠন!

বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা! ফের ভাড়া বৃদ্ধির দাবিতে এককাট্টা সংগঠন!

d7653ec9eaee83f043faaf580f935bbc

কলকাতা: বেলাগাম করোনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জনজীবনে নিয়ন্ত্রণ টেনেছে রাজ্য সরকার৷ জারি হয়েছে কার্যত লকডাউনের বিধিনিষেধ৷ বন্ধ গণপরিবহণ৷ গত বছরের লকডাউনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের চলতি বছরের মাঝামাঝি সময়ে জারি হয়েছে লকডাউন৷ আর তার জেরে চরম সমস্যায় পড়েছে আমজনতা৷ কমছে আয়৷ তার উপর লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি৷ সব মিলিয়ে সাধারণ মধ্যবিত্তের উপর চাপ অব্যাহত৷ সাধারণ জনতার উপর চাপ বাড়লেও কুছ পরোয়া নেহি গণপরিবহণে যুক্ত মালিক পক্ষের৷ লকডাউন আবহে ফের ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনগুলি৷

৪ কিলোমিটার ১০টাকা, প্রতি ৪কিলোমিটার অন্তর ৫টাকা ভাড়া নেওয়ার প্রস্তাব মালিক সংগঠনগুলির৷ মিনিবাসের প্রথম ৩কিলোমিটার ১০টাকা, প্রতি ৩কিলোমিটার অন্তর ৫টাকা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে৷ রাজ্য সরকার যদি ভাড়া বৃদ্ধি না করে তাহলে রাজ্য সরকারের ডিপো থেকে বেসরকারি বাসগুলির জন্য ডিজেল দেওয়ার দাবিও তোলা হয়েছে৷

ভাড়া বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে বাস সংগঠনগুলি আবেদন, লকডাউন পরিস্থিতে IRDA নিয়ম পাল্টাতে হবে৷ ৬০ দিন গাড়ি না বসে থাকলে লেডআপ হয় না, এই নিয়ম পরিবর্তন করতে হবে৷ গণপরিবহনে যুক্ত মালিক এবং শ্রমিকদের গাড়ি প্রতি ২০ হাজার টাকা আর্থিক প্যাকেজ দিতে হবে বলেও তোলা হয়েছে দাবি৷ দেড় বছরের জন্য EMI মোরেটরিয়াম দিতে হবে৷  ডিজেলের উপর GST চালু করতে হবে৷ রাজ্য সরকারের কাছে বাস মালিক সংগঠনের দাবি, আগামী দেড় বছরের জন্য রোড ট্যাক্স, পারমিট ফিস মকুব করতে হবে৷ আনলক যখন শুরু হবে তখন এইভাবে ডিজেলের দাম বৃদ্ধি হলে অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে৷ বসে ৪কিলোমিটার ১০টাকা প্রতি ৪ কিলোমিটার অন্তর ৫টাকা ভাড়া বাড়াতে হবে৷ মিনিবাসের প্রথম ৩কিলোমিটার ১০টাকা, প্রতি ৩কিলোমিটার অন্তর ৫টাকা ভাড়া বাড়াতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *