‘হ্যাঁ, আমার স্তনজোড়া শিথিল, আর আমি ওদের ওভাবেই ভালবাসি’

কলকাতা: পুরুষতন্ত্রের চোখে নারীকে শরীর হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিটা কি আদৌ বদলায়? বিশ্ব নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ শুক্রবারের ফেসবুক পোস্টে স্বস্তিকা লিখেছেন, ‘‘এক জন নারীকে দেখার সময়ে সব পুরুষের চোখে কি প্রথম এটাই বিবেচ্য যে তার স্তনের আকার কেমন? এটাই কি তাঁদের মন্তব্য করার মতো একমাত্র বিষয়?” লেখেন, ‘‘অভিনেত্রী হওয়ার পাশাপাশি

962babacf1c663ffc28c2cdd38024ee2

‘হ্যাঁ, আমার স্তনজোড়া শিথিল, আর আমি ওদের ওভাবেই ভালবাসি’

কলকাতা: পুরুষতন্ত্রের চোখে নারীকে শরীর হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিটা কি আদৌ বদলায়? বিশ্ব নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ শুক্রবারের ফেসবুক পোস্টে স্বস্তিকা লিখেছেন, ‘‘এক জন নারীকে দেখার সময়ে সব পুরুষের চোখে কি প্রথম এটাই বিবেচ্য যে তার স্তনের আকার কেমন? এটাই কি তাঁদের মন্তব্য করার মতো একমাত্র বিষয়?”

‘হ্যাঁ, আমার স্তনজোড়া শিথিল, আর আমি ওদের ওভাবেই ভালবাসি’লেখেন, ‘‘অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি এক জন মা। আর বেশ কিছু বছর সন্তানকে স্তন্যপান করিয়েছি। পাম্প ব্যবহার করিনি। সুযোগ পেলে আবারও স্তন্যপান করাব আমি। আর সে জন্য অমি এক জন গর্বিত মা। আপনার যদি আমার স্তন নিয়ে কিছু বলার থাকে, যান, কয়েক বছর ধরে কোনও শিশুকে বুকের দুধ খাইয়ে আসুন আগে।”

তিনি আরও লেখেন, “আমি যখন নায়িকা হিসেবে অভিনয় করি, তখন আমার দায় থাকে টানটান অন্তর্বাস পরে বুকের গঠন সুডোল রাখার। কারণ পৃথিবী আমায় সেভাবেই দেখতে চায়। কিন্তু সেটা যখন আমি করছি না, তখন আমার কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, আমার স্তনজোড়া শিথিল, আর আমি ওদের ওভাবেই ভালবাসি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *