কলকাতা: বর্ষ বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে কাটানোর পরিকল্পনায় মশগুল অনেকেই। তাঁদের কথা বিবেচনায় রেখেই এবার রাত্রিকালীন বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। শুধু তাই নয়, আজ, বছর শেষ এবং আগামীকাল বছরের প্রথম দিনে শহর ঘুরতে আসা মানুষ যাতে সবুজ ময়দান চিরে ছুটে চলা ট্রামে চড়ার মজা উপভোগ করতে পারেন, তার জন্য শহিদ মিনার থেকে খিদিরপুর পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে ট্রাম চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নিগমের নিয়মিত রুটগুলি ছাড়াও শীত-উৎসবের জন্য চালু করা বিশেষ বাসের পরিষেবাও এই দু’দিন পুরো দমে চালু থাকবে বলে খবর। নিগমের এক কর্তা বলেন, শীত-উৎসবের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিশেষ দিনগুলিতে ‘স্পেশাল’ বাস চালানো হচ্ছে। ছুটির দিনে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, পার্ক স্ট্রিট এলাকায় বহু মানুষ ভিড় জমান। সেসব বিবেচনা করেই দুপুরের পর থেকে রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো হয়েছে।
বর্ষবরণের উৎসব: ১০ মিনিট অন্তর ছুটবে ট্রাম, রাতভর চলবে বাস
কলকাতা: বর্ষ বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে কাটানোর পরিকল্পনায় মশগুল অনেকেই। তাঁদের কথা বিবেচনায় রেখেই এবার রাত্রিকালীন বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। শুধু তাই নয়, আজ, বছর শেষ এবং আগামীকাল বছরের প্রথম দিনে শহর ঘুরতে আসা মানুষ যাতে সবুজ ময়দান চিরে ছুটে চলা ট্রামে চড়ার মজা