কলকাতা: নাম নিলেন না বটে, তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর পদে বাংলার মুখ্যমন্ত্রীকেই এগিয়ে রাখছেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। রবিবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল আয়োজিত আইডিয়া অফ বেঙ্গল শীর্ষক আলোচনায় অংশ নিতে শহরে এসেছিলেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অটলবিহারী বাজপেয়ির মন্ত্রিসভায় বিদেশ ও অর্থমন্ত্রক সামলানো যশবন্ত কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার নির্বাচনী প্রতিশ্রুতির জের টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্বোধ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি কন্দহরকাণ্ড প্রসঙ্গে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার উল্লেখ করেছেন। এদিন বাংলার স্বাস্থ্য পরিষেবা ও রাজনৈতিক বহুত্ববাদ নিয়ে মোট তিন পর্বে আলোচনা সভা আয়োজিত হয়।
