শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে সাহিত্যিক বুদ্ধদেব গুহ

শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে সাহিত্যিক বুদ্ধদেব গুহ

কলকাতা:  ফের হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ৷ শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন লেখক৷ মঙ্গলবার তাঁর রক্তচাপ কমে যাওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়৷ শ্বাসকষ্ট ছাড়াও লেখকের মূত্রনালীতে সংক্রমণ রয়েছে বলেও জানা গিয়েছে৷ সমস্যা রয়েছে লিভার ও কিডনিতেও৷ তাঁর শীরীরিক পরিস্থিতির উপর নজর রাখছে চারজন চিকিৎসকের একটি দল৷ 

আরও পড়ুন- পুলিশ হেফাজত থেকে উধাও বন্দি, সামনে আসছে গলদের একাধিক তথ্য

চলতি বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৫ বছরের সাহিত্যিক বুদ্ধদেব গুহ৷ তার পর থেকেই নানা সমস্যায় ভুগছেন তিনি৷ এবার ফের করোনা পরীক্ষা করা হয় তাঁর৷ তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই খবর৷ দৃষ্টিশক্তির সমস্যাও রয়েছে বুদ্ধদেববাবুর৷ রয়েছে বার্ধক্যজনিত সমস্যা৷ তবে তাঁর মূত্রনানীর সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত চিকিৎসকরা৷ রয়েছে অ্যানিমিয়াও৷ প্রয়োজন বুঝে তাঁকে মিনিটে ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে বলে জানা গিয়েছে৷ কয়েক মাস আগে করোনা আক্রান্ত হওয়ার পর একটি হোটেলে আইসোলেশনে ছিলেন বুদ্ধদেববাবু৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে হয়৷ ৩৩ দিন হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হন তিনি৷ কিন্তু এখন দেখা দিয়েছে অন্যান্য সমস্যা৷ 

আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বামেরা? মানিক সরকারের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সাহিত্যিক বুদ্ধদেব গুহ করোনা আক্রান্ত হওয়ার পর আক্রান্ত হয়েছিলেন তাঁর কন্যা ও গাড়ির চালক৷ তবে সাহিত্যিকের মনের জোড় অসামান্য৷ সেই সময় তিনি বলেছিলেন, আমি এখনই ফুরাব না৷ উল্লেখ্য, এই বছরই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ৷ এর পরেই বুদ্ধদেববাবু হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগে সাহিত্য জগত৷   
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =