শাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে নির্বাচন কমিশনে নালিশ বাম-বিজেপি-কংগ্রেসের

কলকাতা: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবে ক্ষোভ উগরে দিল বাম-কংগ্রেসের প্রতিনিধি দল৷ ভোট চুরি, কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত মোতায়েন ও ভোটারদের নিরাপত্তা-সহ মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরা হয়৷ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও এদিন জানানো হয়৷ আজ, বৃহস্পতিবার সকালে কমিশনের তরফে রাজ্যের নটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক

শাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে নির্বাচন কমিশনে নালিশ বাম-বিজেপি-কংগ্রেসের

কলকাতা: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবে ক্ষোভ উগরে দিল বাম-কংগ্রেসের প্রতিনিধি দল৷ ভোট চুরি, কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত মোতায়েন ও ভোটারদের নিরাপত্তা-সহ মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরা হয়৷ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও এদিন জানানো হয়৷

আজ, বৃহস্পতিবার সকালে কমিশনের তরফে রাজ্যের নটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা করা হয়৷ প্রতিটি দলকেই দশ মিনিট করে সময় দেয় কমিশন৷ বেধে দেওয়া ১০ মিনিটের মধ্যেই শাসকদলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগ তোলে বাম-কংগ্রেস বিজেপি শিবির৷ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা কমিশনকে নিশ্চিত করারও দাবি তোলা হয়৷ এই দাবি প্রসঙ্গে গত পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে ধরা হয়৷

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, ২০১১-য় রাজ্যে যে ভাবে ভোট হয়েছিল, এ বারও যেন তাই হয়৷ ওই ভোটেই বাম সরকারের অপসারণ হয়ছে৷ অথচ ভোটে একটিও প্রাণহানি ঘটেনি৷ এবার যাতে ২০১১-র ছকে ভোট হয়, তারও দাবি জানানো হয়৷ বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, ‘‘প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী চাই৷ নির্বাচন কমিশনের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর প্রস্তাব দেওয়া হবে৷ কারণ, শাসকদল বিরোধীদের আটকাতে মরিয়া৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়া এর মোকাবিলা করা সম্ভব নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =