Aajbikel

কবে আসছে ‘মোচা’? কতটা বিপজ্জনক এই ঘূর্ণিঝড়? জানাল হাওয়া অফিস

 | 
সাইক্লোন

কলকাতা:  চলতি মাসেই কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? তেমনটাই ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। কিন্তু কবে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’? এই নিয়েই এখন বিস্তর জল্পনা৷  তারই মাঝে ‘মোচা’ নিয়ে আপডেট দিল হাওয়া অফিস। বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় যদি আসে তাহলে আর বেশি দেরী নেই। সপ্তাহান্তেই তার জন্য প্রস্তুতি নিতে হতে পারে।


আবহাওয়াবিদরা জানাচ্ছে, শনিবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে৷ পরবর্তী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপের রূপ নিতে পারে। যা থেকে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে৷ হাওয়া অফিসের এই সতর্কতায় ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘানাতে শুরু করেছে উপকূল সংলগ্ন রাজ্যগুলিতে। মনে করা হচ্ছে, তামিলনাড়ু, ওড়িশার পাশাপাশি এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপরেও৷ উপকূলবর্তী রাজ্যগুলির উপর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলেই আবহবিদদের অনুমান।

এর মধ্যেই বুধবার হাওয়া অফিস জানাল, ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তবে তা ধেয়ে আসবে আগামী সপ্তাহের শুরুতেই। ঝড়ের দিন-ক্ষণ নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন দাবি করা হলেও, আলিপুর আবহাওয়া দফতর এ বিষয়ে নির্দিষ্ট কোনও দিনের উল্লেখ করেনি। আলিপুর হাওয়া অফিসের ইঙ্গিত, আগামী সপ্তাহের শুরুর দিকেই এই ঝড় তৈরি হবে৷ অর্থাৎ সোম থেকে বুধবারের মধ্যই ( ৮ মে থেকে ১০ মে) মোচা তৈরির ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় আদৌ আসবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা৷  আর ঘূর্ণিঝড় যদি তৈরি হয়, তাহলে তার অভিমুখ কোন দিকে হবে কিংবা কোথায় আঘাত হানবে, সে বিষয়েও এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গের উপরেই বা কতটা প্রভাব পড়বে, সে তাও এখনও স্পষ্ট নয়।

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, তা আরও শক্তি সঞ্চয় করলে নিম্নচাপের রূপ নেবে৷ সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকেই নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, একটি বিশেষ মডেল অনুযায়ী, বঙ্গোপসারগরে সৃষ্ট ওই ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহের গোড়ার দিকেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ুক বা নাই পড়ুক, আপাতত চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ 

Around The Web

Trending News

You May like