বিধি নিষেধ মেনে দক্ষিণেশ্বরে ভবতারিণী পুজো

বিধি নিষেধ মেনে দক্ষিণেশ্বরে ভবতারিণী পুজো

আজ দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো, কালীপুজো। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। দক্ষিণেশ্বর মন্দিরে সাড়ম্বরে রীতি মেনে ভবতারিণী দেবীর পুজোর আয়োজন করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে কালীপুজোয় বেশ কিছু বিধি নিষেধ চালু রেখে পুজো করা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়ম কঠোর ভাবে মেনেই হচ্ছে কালীপুজো।

এ দিন ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মন্দির চত্বরের বাইরের অংশের চাতাল থেকে বালি ব্রিজ সর্বত্র ভক্তদের ভিড় উপচে পড়ছে। তবে প্রত্যেক জায়গায় শারীরিক দূরত্ব বজায় রেখেই ভক্তরা যাতায়াত করছেন। প্রতিবছর কালীপুজোর দিন ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে দক্ষিণেশ্বর মন্দিরে। করোনা পরিস্থিতির কারণে কালীপুজোয় বেশ কিছু বিধি নিষেধ চালু থাকলেও এ বছরও বিকেল থেকেই সেই ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে।

মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, নাটমন্দিরে বসানো হয়েছে ক্যামেরা। সেখান থেকেই অনলাইনে ফিড মিলছে সরাসরি পুজো দেখার জন্যে। অন্যদিকে, মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আর প্রসাদ দেওয়া হবে না। পুজো দেওয়া হয়ে গেলেই বেরিয়ে যেতে হবে মন্দির চত্বর ছেড়ে। কোন জায়গায় ভক্তদের জড়ো হয়ে ভিড় করা চলবে না পুজো দেয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে মন্দির ছেড়ে।

দর্শনার্থীদের সানিটাইজেশন করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। একসঙ্গে ১০ জনের বেশি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আজ পুজো নেওয়া হবে সারারাত ধরে। এবার ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *