কলকাতা: শুক্রবার দোল উৎসব উপলক্ষে রাজ্য সরকার অতিরিক্ত ছুটি দিলেও লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশ করা যাবে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, শুক্রবার এনআই অ্যাক্ট অনুযায়ী রাজ্যে ছুটি নয়। এই কারণেই মনোনয়নপত্র পেশ করা যাবে। আজ বৃহস্পতিবার রাজ্যে দোল উপলক্ষে এনআই অ্যাক্টে ছুটি থাকছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। শনি ও রবিবার সাধারণ ছুটির দিন হওয়ায় ওই দু’দিনও মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না।
রাজ্যে প্রথম দফায় কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোট হবে। সেখানে মনোনয়নপত্র পেশ করার শেষ দিন আগামী ২৫ মার্চ সোমবার। ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিং-এ মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই তিনটি কেন্দ্রের জন্য ২৬ মার্চ মঙ্গলবার পর্যন্ত মনোনয়পত্র পেশ করা যাবে।