আজ থেকে আদ্রা-মেদিনীপুর রেল লাইনে কাজ শুরু

আদ্রা: আজ, রবিবার থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-মেদিনীপুর রেল লাইনে জরুরি মেরামতের কাজ শুরু৷ তাই এই ক’দিন সপ্তাহের রবিবার ও মঙ্গলবার ওই লাইন তিনঘণ্টা করে বন্ধ রাখা হবে। তবে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজ এমন করা হবে যাতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন না ঘটে। লাইনে কাজ চলার জন্য

আজ থেকে আদ্রা-মেদিনীপুর রেল লাইনে কাজ শুরু

আদ্রা: আজ, রবিবার থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-মেদিনীপুর রেল লাইনে জরুরি মেরামতের কাজ শুরু৷ তাই এই ক’দিন সপ্তাহের রবিবার ও মঙ্গলবার ওই লাইন তিনঘণ্টা করে বন্ধ রাখা হবে। তবে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজ এমন করা হবে যাতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন না ঘটে। লাইনে কাজ চলার জন্য রবিবার চলা ২২৮৭৬নম্বর পুরুলিয়া-খড়্গপুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটিকে এক ঘণ্টা আদ্রায় দাঁড় করানো হবে। বিষয়টি নিয়ে আদ্রা ডিভিশনের ডিআরএম শারদ কুমার শ্রীবাস্তব বলেন, ইন্টারসিটি এক্সপ্রেস ছাড়া ট্রেনের কোনওরকম সময় বা রুট বদল করা হয়নি। লাইনে এমনভাবে কাজ করা হবে যাতে ট্রেন চলাচল ঠিক থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =