লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে চা বাগানে কাজ চলছে রমরমিয়ে

লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে চা বাগানে কাজ চলছে রমরমিয়ে

দার্জিলিং:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। আগামী ২১ দিন গোটা দেশ লকডাউন থাকবে বলে জানিয়েছেন তিনি।  এই পরিস্থিতির ,মধ্যেই উত্তরবঙ্গে ধরা পড়ল ভিন্ন ছবি। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় ২০০টি চা-বাগানে কাজ চলছে পুরোদমে।

রাজ্য সরকারও লকডাউন ঘোষণা করেছেন। সকলকে বাড়ির মধ্যে থাকতে বলা হচ্ছে। তারমধ্যে দার্জিলিং, ডুয়ার্সও রয়েছে। কিন্তু সেই লকডাউনের তোয়াক্কা না করেই দার্জিলিং এবং ডুয়ার্সের ২৮৩টি চা বাগান খোলা রয়েছে। সেখানে প্রায় ৩৫,০০০ চা শ্রমিক কাজ করেন। দিনে ১৩২টা এবং রেশন পান তাঁরা। সবগুলিতেই কাজ করছেন শ্রমিকরা।

এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের প্রায় ৪০,০০০ ছোট চা-বাগান খোলা রয়েছে। সেখানে ১ লাখের ওপর চা-শ্রমিক কাজ করেন। সবগুলিতেই কাজ করছেন চা-শ্রমিকরা। কোনও চা-বাগানেই কোনও নোটিস জারি করা হয়নি। করোনা সংক্রমণের তোয়াক্কা না করেই সেখানে কাজ করে চলেছেন শ্রমিকরা। যদিএ চা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীরকুমার ভট্টাচার্য জানিয়েছেন চা-বাগান বন্ধ রাখার কোনও নির্দেশ সরকারের তরফে আসেনি।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯১৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মোট ১১ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে নতুন করে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ অন্য দিকে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =