পার্কস্ট্রিটে মহিলাকে সপাটে চড়, কাঠগড়ায় ট্রাফিক পুলিশ

কলকাতা: এখনও ফিকে হয়নি পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের স্মৃতি৷ ফের মহিলাকে মারধরের অভিযোগ, ঘটনাস্থল পার্কস্ট্রিট৷ এবার কাঠগড়ার ট্রাফিক পুলিশ৷ কলকাতার অভিজাত এই এলাকা বড়দিনের আগে ফের খবরের শিরোনামে৷ মহিলাকে চড় মারার অভিযোগ উঠল এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে৷ অভিযোগ, বুধবার সন্ধেয় ওই এলাকারই একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মী বাড়ি ফেরার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেন৷ সেই সময

পার্কস্ট্রিটে মহিলাকে সপাটে চড়, কাঠগড়ায় ট্রাফিক পুলিশ

কলকাতা: এখনও ফিকে হয়নি পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের স্মৃতি৷ ফের মহিলাকে মারধরের অভিযোগ, ঘটনাস্থল পার্কস্ট্রিট৷ এবার কাঠগড়ার ট্রাফিক পুলিশ৷ কলকাতার অভিজাত এই এলাকা বড়দিনের আগে ফের খবরের শিরোনামে৷ মহিলাকে চড় মারার অভিযোগ উঠল এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে৷

অভিযোগ, বুধবার সন্ধেয় ওই এলাকারই একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মী বাড়ি ফেরার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেন৷ সেই সময তিনি একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন৷ ওই গাড়িটি যখন তাঁকে নিতে আসে, তখন কর্তব্যরত পুলিশকর্মী হীরালাল মণ্ডল সেটিকে দ্রুত ওই জায়গা থেকে চলে যেতে বলেন৷ সেই মতো গাড়িটি এগোতে থাকে৷ অভিযোগ, ওই মহিলা হীরালাল মণ্ডলের জামা টেনে গাড়িটিকে থামানোর জন্য বলেন৷ মহিলার অভিযোগ, এরপরেই ওই পুলিশকর্মী তাঁকে সপাটে চড় মারেন৷ ঘটনায় আশপাশের লোক জড়ো হয়ে যান৷ ঘটনায় পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই নিগৃহীতা৷থানার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =