হাওড়া: দীর্ঘদিন ধরে জমা জল থেকে পরিত্রাণ পেতে শনিবার লিলুয়ার বামনগাছিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে যেভাবে রাস্তায় জল জমে রয়েছে, সেই জল নামানোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
এরই প্রতিবাদে শনিবার হাওড়ার বেলগাছিয়ায় বামনগাছি- বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর লিলুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় ৪৫ মিনিট পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ট্রাফিক সূত্রে খবর, এদিন প্রায় ৪৫ মিনিট লিলুয়ার বামনগাছিতে অবরোধ ছিল। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা পুতুল দে জানান, আজকে পরিস্থিতি খুব খারাপ। একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পাড়ায় ঢুকতে পারছে না। ডাক্তাররা পাড়ায় আসছেন না। প্রতি বাড়িতে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। কেউ দেখছে না। সেই কারণে এলাকার মহিলারা পথে নেমেছেন। কারণ, এলাকায় জল জমে থাকলেও তা সরানোর বিষয়ে কোনও উদ্যোগ নেই প্রশাসনের৷ আমাদের দাবি নিকাশির বিকল্প ব্যবস্থা করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। না হলে অবরোধ চলবে৷ পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও বাসিন্দারা জানিয়ে দেন, দ্রুত নিকাশি সমস্যার সমাধান না হলে তাঁরা ফের রাস্তা অবরোধের পথে হাঁটবেন৷ স্থানীয় পুর প্রশাসনের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷