কলকাতা: ডাক্তারদের সাহায্যেই ‘হেল্প’ থেকে বেঁচে ফিরলেন গর্ভবতী মহিলা। হেল্পের অর্থ, ‘হাইমোলিসিস এলিভেটেড লিভার এনজাইম’। আর জি কর মেডিকেল হাসপাতালে এই দুরারোগ্য রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন রিষরার পূজা সিং নামের ওই মহিলা। প্রায় ২৫ দিন কঠিন লড়াইয়ের পর ডাক্তারদের সাহায্যেই এই রোগ থেকে মুক্তি পেলেন তিনি। যদিও, সন্তান সুখ মিলল না তাঁর।
দুরারোগ্য এই রোগে আক্রান্ত হন ০.৫ শতাংশ থেকে ০.৯ শতাংশ গর্ভবতী মহিলা। এই রোগের ফলে প্লেটলেট কাউন্ট অনেকটাই কমে যায়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই রোগের মাত্রা সবচেয়ে বেশি হওয়ায় রোগীর শরীরে জটিলতা আরো বেশি থাকে। পূজার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। হাসপাতালে ভর্তি হবার সঙ্গে সঙ্গে দেখা যায় তার ব্লাড প্রেসার বেড়ে গেছে, অ্যানিমিয়াও মাত্রাতিরিক্ত। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করেন ডাক্তাররা, সিসিইউতে সিফট করা হয় পূজাকে।
ডাক্তাররা জানিয়েছেন, এই দুরারোগ্য রোগের কারণে পূজার শরীরে সমস্যা ন্যূনতম সময়ে অতিরিক্ত বাড়তে থাকে। নিউমোনিয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য আরো রোগের সন্ধান পান ডাক্তাররা। তবে টানা ২৫ দিনের লড়াইয়ের পর পূজাকে সম্পূর্ণ সুস্থ করতে সক্ষম হয়েছেন তারা। যদিও, পূজার সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। পূজা যে রোগে আক্রান্ত হয়েছিলেন, সেই রোগকে ডাক্তারি ভাষায় ‘হেল্প সিনড্রোম’ বলা হয়।