Aajbikel

শাড়ি পরেই আইস স্কেটিং! মহিলার কীর্তিতে মুগ্ধ নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

 | 
শাড়ি স্কেটিং

নয়াদিল্লি:  নারী কি না পারে৷ সে রাঁধে, আবার চুলও বাঁধে। কোনও কোনও সময় স্কেটিংও করে। তাও আবার কিনা শাড়ি পরে! হ্যাঁ, এমনটাই ঘটল৷ শাড়ি পরে দিগন্ত বিস্তৃত বরফের চাদরের উপর দিয়ে স্কেটিং করলেন এক মহিলা। 


আজকালকার ব্যস্ত দুনিয়ায় শাড়ি ওল্ড ফ্যাশন৷ পাশ্চাত্য পোশাকের দিকেই বাড়ছে ঝোঁক। তবে এবার শাড়ি জড়িয়েই দিব্যি স্কেটিং করলেন এই ভারতীয় নারী৷ যা রীতিমতো ঝড় তুলল৷ তাঁর স্টান্টের সেই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 


যদিও এর আগে শাড়ি পরে মহিলাদের অনেক কেরামতির ছবি প্রকাশ্যে এসেছে৷ কখনও তাঁরা ফুটবল খেলেছেন, কখনও অলিম্পিকে অংশ নিয়েছেন৷ এবার শ্বেতশুভ্র বরফে মোড়া পাহাড়ের উপর শাড়ি পরে স্কেটিং করলেন৷ এবং সবটাই করলেন খুব সাবলীলভাবেই৷ ওই মহিলার স্কেটিং-এর ভিডিয়ো নেটপাড়ায় নজর কেড়েছে। শাড়িতেও যে অনায়াসে যে কোনও স্টান্ট করা যায়, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি৷ তাঁর এই পারদর্শিতায়  মুগ্ধ নেটপাড়া।


দিব্যা মাইয়া নামে এক তরুণী  তাঁর ইন্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে  শাড়ি পরে স্কেটিং করার  ভিডিয়োটি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, চারিদিকে পাহাড়ে ঘেরা৷ তুষারে সাদা ধবধব করছে। তার উপর দিয়েই স্কেটিং করছেন ওই মহিলা। পরনে গোলাপি রঙের শাড়ি। হাওয়ায় উড়ছে আঁচল৷ বেশ গতিতেই স্টান্ট করছেন তিনি৷ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না৷ 


ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বহু মানুষ তাঁর প্রশংসা করেছেন। শাড়ি পরে স্কেটিং-এর ক্ষমতা দেখিয়ে মন কেড়েছেন তিনি৷ সেই সঙ্গে বহু মানুষকে অনুপ্রেরণাও জুগিয়েছেন৷  ঝড়ের গতিতে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ অসংখ্য মানুষ তাতে লাইক কমেন্ট করেছেন। এক ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, "স্টান্ট করে মন কেড়ে নিয়েছেন তরুণী।" এপর এখ নেটিজেন লেখেন,  "ক্যামেরাম্যানও কিন্তু একই গতিতে শুট করেছেন৷ আমরা তার ভিডিয়ো ক্লিপটি মিস করে গেলাম!"

Around The Web

Trending News

You May like