লক্ষ্মী লাভের আশায় লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, লাটে স্বাস্থবিধি!

লক্ষ্মী লাভের আশায় লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, লাটে স্বাস্থবিধি!

চাঁচল: দুয়ারে সরকারে লক্ষ্ণীর ভান্ডারে আবেদন করতে এসে অসুস্থ  হয়ে পড়লেন এক মহিলা। তড়িঘড়ি তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অত‍্যাধিক ভিড় ও স্বাস্থ‍্যবিধিকে উপেক্ষা করে চলছে এই শিবির বলে অভিযোগ আবেদনকারীদের।

মালদহের চাঁচলে প্রথম দিনের দুয়ারে সরকার শিবিরের উপচে পড়ল ভিড়।অধিকাংশের মুখে নেই মাস্ক। রাজ‍্যের নয়া প্রকল্প ‘লক্ষ্ণীর ভান্ডার’ ফর্মের জন‍্য  দীর্ঘক্ষন লাইন দাড়িয়ে রয়েছে মহিলার। স্বাস্থবিধিকে উপেক্ষা করেই সরকারি প্রকল্পের আবেদন চলছে। প্রথম দিনে সোমবার মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এদিন ভোর থেকেই ক‍্যাম্পে ভিড় জমান মহিলারা।

তবে সকাল দশটা শুরু হয় ফর্ম বিলির কাজ। গরমে হাঁসফাস করে লাইনে দাড়িয়ে ছিলেন প্রমীলারা। গোটা ঘটনায় কার্যত স্বাস্থবিধি শিকেয় উঠল এদিন। লক্ষ্ণীর ভান্ডারে আবেদন করতে আসা এক প্রমীলা,আনসেরা বিবি দাবি করে বলেন, প্রতিটা গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে এই শিবির করল নাজেহাল হতাম না। বাচ্চা নিয়ে দীর্ঘক্ষন গরমের মধ‍্যে লাইনে দাড়িয়ে রয়েছি। ফর্ম মিলবে কি না সন্দেহ রয়েছে।

চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্ বলেন, ফের দুয়ার সরকার শিবির চালু হওয়ায় জনসাধারণের উৎসাহ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মাস্ক ছাড়া কাউকে ক‍্যাম্পে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাস্কবিহীনদের ধরতে প্রবেশ দ্বারে রয়েছে পুলিশের কড়া প্রহরা। অন্যদিকে দুয়ারে সরকার শিবিরকে সাফল‍্য মন্ডিত করতে তৎপর কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান। এদিনের ভিড় রুখতে নানান পদক্ষেপ নেনে তিনি। শুধু একদিন নয়! আরোও তিনদিন ক‍্যাম্প বসবে। আজকেই শুধু আবেদন প্রক্রিয়া চলবে না। আরও হবে। এইভাবে আবেদনকারীদের আশ্বাস দেন প্রধান। তাই ভিড় না করার বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =