Aajbikel

গায়ে আগুন লাগিয়ে ব্যক্তির বাড়িতে মহিলা! হাসপাতালে মৃত্যু

 | 
fire

কলকাতা: ২০ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। তবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে নিজেকে শেষ করলেন ভবানীপুর নিবাসী এক মহিলা। খাস কলকাতার রাস্তায় গায়ে আগুন লাগিয়ে প্রেমিকের বাড়িতে ঢুকে পড়েছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মহিলার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে। পাশাপাশি খোঁজ চালানো হচ্ছে মহিলার 'প্রেমিকের'। 

সোমবার রাতে হরিদেবপুুরের এক এলাকায় একজনের বাড়ির সামনে এই মহিলা নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। স্থানীয়রা ভয়ানক এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিল। এর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ওই মহিলাকে এবং তাঁকে নিয়ে যায় হাসপাতালে। মঙ্গলবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বয়স ৪৪-৪৫ বছর। চিকিৎসাধীন অবস্থাতেই মহিলার বয়ান রেকর্ড করা হয়। সেখানে তিনি জানিয়ে গিয়েছেন, সুবীর নামের এক ব্যক্তি তাঁর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়েছিল। তার প্রতিবাদেই তিনি তার বাড়ির সামনে গিয়ে এই ঘটনা ঘটান। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই সুবীরের সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই মহিলার। সুবীরও বিবাহিত, কিন্তু তিনি তাঁর স্ত্রীর সঙ্গে থাকতেন না। হরিদেবপুরের ওই বাড়িতে আলাদা থাকতেন। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে আপাতত সুবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

Around The Web

Trending News

You May like