woman judge
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বতন বিচারকের হাতে যৌন হেনস্থার শিকার হচ্ছিলেন তিনি। খোদ বিচারকই পাচ্ছিলেন না ন্যায়বিচার। তাই বাধ্য হয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন উত্তর প্রদেশের এক মহিলা বিচারক।
চিঠি পেয়েই দ্রুত রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির কাছে মহিলা বিচারকের স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানোর ঘটনা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়াতেও।
জানা গিয়েছে, ওই মহিলা বিচারক উত্তরপ্রদেশের বান্দা আদালতে নিযুক্ত ছিলেন৷ চিঠিতে তিনি জানান, বারাবাঁকির আদালতে থাকাকালীন জেলা আদালতের বিচারক ও তাঁর সঙ্গীরা তাঁকে যৌন হেনস্তা করেছেন। চলতি মাসেই এই ঘটনা জানিয়ে তদন্তের আর্জি জানান এলাহাবাদ হাই কোর্টে৷ কিন্তু আদালত তাঁর আবেদন শোনেনি৷ কমিটির তদন্তেও সুবিচার মেলেনি৷ এর পরই তিনি প্রধানবিচারপতিতে চিঠি পাঠান৷ তাতে লেখেন, “আর বাঁচতে চাই না। গত দেড় বছর ধরে জীবন্ত লাশের মতো বেঁচে আছি। এই জীবন বয়ে বেড়ানোর কোনও অর্থ নেই। আমার জীবনের কোনও উদ্দেশ্যই নেই।”