হাওড়া: মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা। স্বামীও আহত হন এই ঘটনায়। শনিবার হাওড়ার জাতীয় সড়কে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার জেরে নেমে এসেছে শোকের ছায়া৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম রিঙ্কু দে (৪৫)। হাওড়ার দক্ষিণ বাকসাড়ার বাসিন্দা তিনি। ওই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই দুর্ঘটনায় মৃতার স্বামীও আহত হন। শনিবার ভোরে ঘটনাটি ঘটে হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কের ডোমজুড়ের শলপ পেট্রোল পাম্পের কাছে। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ। তবে লরির চালক ও খালাসি পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় ৬টা নাগাদ স্বামীর নীলকণ্ঠ দে’র বাইকে চেপে দক্ষিণ বাকসাড়ার বাড়ি থেকে বেরিয়েছিলেন রিঙ্কু। বাইকের পিছনে বসেছিলেন তিনি। চন্দননগরে দিদির বাড়ি যাচ্ছিলেন তিনি। শলপের কাছাকাছি রাস্তায় বাইক থেকে পড়ে যান রিঙ্কু। মুহুর্তের মধ্যেই লরিটি পিষে দেয় রিঙ্কুদেবীকে। ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশকে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মহিলার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ একই সঙ্গে পুলিশি প্রহরার দাবি উঠেছে৷