Aajbikel

মারন রোগে আক্রান্ত স্বামী, মঞ্চে উঠে জুনের সামনে কান্নায় ভেঙে পড়লেন মহিলা

 | 
june

কলকাতা:  ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্বামী৷ গত পাঁচ বছর ধরে শয্যাশায়ী৷ কাজ করার ক্ষমতা নেই৷ মারণ রোগের চিকিৎসা করাতে গিয়ে জমানো পুঁজিটুকুও ফুরিয়েছে৷ কী করে স্বামীর চিকিৎসার খরচ জোগাবেন তা বুঝে উঠতে পারছিলেন না স্ত্রী৷ টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে৷ এরই মধ্যে শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কঙ্কাবতী এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটি কর্মী বৈঠকের আয়োজন করা হয়৷ ওই বৈঠকে যোগ দিতে যোগ দিতে এসেছিলেন  রাজ্য মহিলা তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়াও। তাঁকে দেখেই ভিড় ঠেলে তাঁর সামনে হাজির ওই মহিলা৷

আরও পড়ুন- দুর্নীতিগ্রস্থদের শাস্তির দাবি, বিক্ষোভ মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি

বিধায়কের সামনে একেবারে কান্নায় ভেঙে পড়েন তিনি৷ রাজ্য সরকার যাতে তাঁর স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে সেই আর্জি জানান৷ হাতজোড় করে অনুরোধ জানান বিধায়কের কাছে৷ জানা গিয়েছে,  ওই মহিলার দুই সন্তান রয়েছে৷ সন্তান ও স্বামীকে নিয়ে দিশেহারা তিনি। সরকারের থেকে তেমন কোনও সুবিধাও পান না। তাই বিধায়ক আসার খবর পেয়েই ছুটি যান৷ প্রথমে তাঁকে মঞ্চে উঠতে বাধা দেওয়া হলেও, কোনও ভাবে সেখানে পৌঁছন৷ তিনি জানান স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা পরিষেবা পাননি৷ তাই জুনের শরণাপন্ন হন তিনি৷  তবে কোনও সুরাহা তিনি পেয়েছেন কিনা, তা জানা যায়নি৷ 

Around The Web

Trending News

You May like