ব্যাগে ভরে বাচ্চা চুরি? হাতেনাতে ধরা পড়লেন মহিলা, বিরাটি স্টেশনে তুলকালাম যাত্রীদের

বিরাটি: ভয়ঙ্কর কাণ্ড! চলন্ত ট্রেনে ব্যাগ থেকে উদ্ধার শিশু৷ হাতেনাতে ধরা পড়লেন মহিলা পাচারকারী৷ ব্যাপক চাঞ্চল্য শিয়ালদহ-বনগাঁ শাখার বিরাটি স্টেশনে৷ স্থানীয় মানুষ ও যাত্রীদের বিক্ষোভে…

বিরাটি: ভয়ঙ্কর কাণ্ড! চলন্ত ট্রেনে ব্যাগ থেকে উদ্ধার শিশু৷ হাতেনাতে ধরা পড়লেন মহিলা পাচারকারী৷ ব্যাপক চাঞ্চল্য শিয়ালদহ-বনগাঁ শাখার বিরাটি স্টেশনে৷ স্থানীয় মানুষ ও যাত্রীদের বিক্ষোভে কিছু ক্ষণের জন্য অবরুদ্ধ হয় ট্রেন চলাচল। রেল পুলিশের হাতে গ্রেফতার মহিলা৷ কিন্তু কী ভাবে ধরা পড়ল ওই শিশুচোর?

অভিযোগ, বুধবার সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বাজারের ব্যাগে করে একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী।  ট্রেনযাত্রীদের তৎপরতায় ধরা পড়ে যায় সে৷ পুলিশের অনুমান, ওই শিশুটিকে চুরি করে চম্পট দিচ্ছিল ওই মহিলা৷  এর পিছনে কোনও বড় কোনও গ্যাং-এর হাত রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে৷

 

এদিন সকালে বামনগাছি স্টেশন থেকে শিশুটিকে ব্যাগে ভরে লেডিস কামড়ায় ওঠে ওই মহিলা৷ দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ওই ট্রেনের যাত্রীদের দাবি, অভিযুক্ত মহিলার হাতে একটি ব্যাগ ছিল। সঙ্গে ছিল আরও একটি বাজারের ব্যাগ। ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণ পর কয়েক জন যাত্রী বাজারের ব্যাগ থেকে কান্নার শব্দ শুনতে পান৷ যাত্রীরা এই বিষয়ে প্রশ্ন করলে ওই পাচারকারী মহিলা জানান, ব্যাগে মুরগি আছে। সন্দেহ বাড়লে ট্রেনের যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করে দেখে৷ ব্যাগের চেন খুলতেই আতকে ওঠেন তাঁরা৷ দেখেন গরমে ঘেমে নেমে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে একটি শিশু৷ শিশুটির বয়স বছর খানেক হবে৷ তার শরীর কাপড় দিয়ে ঢাকা৷ ট্রেনের কামরায় ব্যপক উত্তেজনা ছড়ায়৷

 

ট্রেন বিরাটি স্টেশনে ঢুকতেই অভিযুক্ত মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় সহযাত্রীরা তাকে ধরে ফেলে এবং ওই মহিলার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযুক্ত মহিলা এবং শিশুটিকে রেল পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। তবে পুলিশি বাঁধায় গণপিটুনির হাত থেকে রক্ষা পায় ওই শিশু পাচারকারী মহিলা। এদিকে তদন্তের দাবিতে বিক্ষোভ শুরু করেন রেল যাত্রীরা৷ বেশ কয়েক জন রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। যার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যহত হয়। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় রেল পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশও। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই মহিলা কোথা থেকে এই শিশুটিকে নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিলে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মহিলাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রেলপুলিশ সূত্রে খবর।

 

এক মহিলা যাত্রী জনানা, বাচ্চাটি ব্যাগের মধ্যেই ছিল। শিশুটি কেঁদে ওঠার পরই মহিলা কামরার বাকি যাত্রীরা ওই মহিলাকে চেপে ধরেন। বিরাটি স্টেশনে ট্রেন ঢোকার পরই ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রতিবাদেই ট্রেন অবরোধ করেন যাত্রীরা। পরে অবরোধ তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *