লোক হবে না জেনেই বাতিল মোদির ব্রিগেড সভা? খোঁচা তৃণমূলের

কলকাতা: ইঙ্গিত ছিলই৷ এবার, সেটাই আরও পরিস্কার হল৷ আগামী ৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশের বদলে নরেন্দ্র মোদির সভা হবে আসানসোলে৷ ব্রিগেডে সভা করার মতো ক্ষমতা না দেখিয়ে জেলায় জেলায় সভা করার দিকেই পা বাড়াল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে এনে ব্রিগেডে জনসভা করার কথা ছিল বিজেপির৷ এর আগেও মোদি বা অমিতের একাধিক সভার তারিখ ঘোষণা

লোক হবে না জেনেই বাতিল মোদির ব্রিগেড সভা? খোঁচা তৃণমূলের

কলকাতা: ইঙ্গিত ছিলই৷ এবার, সেটাই আরও পরিস্কার হল৷ আগামী ৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশের বদলে নরেন্দ্র মোদির সভা হবে আসানসোলে৷ ব্রিগেডে সভা করার মতো ক্ষমতা না দেখিয়ে জেলায় জেলায় সভা করার দিকেই পা বাড়াল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে এনে ব্রিগেডে জনসভা করার কথা ছিল বিজেপির৷

এর আগেও মোদি বা অমিতের একাধিক সভার তারিখ ঘোষণা করেও পিছিয়ে এসেছে বিজেপি৷ এবারও তার ব্যাতিক্রম হল না৷ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা আয়োজনের দরকার নেই বলে জানিয়েছেন অমিত শাহ স্বয়ং৷ ৩ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করবে রাজ্য বামফ্রন্ট৷ এরপরে ৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদির সভা করার কথা জানায় রাজ্য বিজেপি৷ সেখানে প্রধানমন্ত্রী সভায় জনসমাগম করা একটা প্রেস্টিজ ইস্যু গেরুয়া শিবিরের কাছে৷ মনে করা হচ্ছে, সেই কারণেই আপাতত ব্রিগেডে সমাবেশের পরিকল্পনা নেই বিজেপির৷ এর বদলে ৮ তারিখও অপেক্ষাকৃত ছোট জায়গা আসানসোলে সভা করবেন প্রধানমন্ত্রী৷ এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের খোঁজা, লোক হবে না জেনেই পালিয়েছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 9 =