কায়লাকাণ্ডে জামিনের আবেদন জানিয়েও প্রত্যাহার লালার, চাঞ্চল্য বাঁকুড়ায়

কায়লাকাণ্ডে জামিনের আবেদন জানিয়েও প্রত্যাহার লালার, চাঞ্চল্য বাঁকুড়ায়

বাঁকুড়া: ফের বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েও তা প্রত্যাহার করে নিলেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আইনজীবী। শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে এই মামলা উঠলে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন লালার আইনজীবী।

বাঁকুড়ার মেজিয়া থানায় ২০১৭ সালের ১৫ জুলাই কালিকাপুর এলাকায় বেআইনিভাবে কয়লা উত্তোলন ও পাচার সংক্রান্ত এক পিটিশান দেন স্থানীয় বাসিন্দা জনৈক কালীদাস বন্দ্যোপাধ্যায়৷ মামলা দায়ের করার পাশাপাশি পুলিশ ওই অভিযোগের তদন্তে নেমে অনুপ মাজি ওরফে লালার নাম পায়। সেই মামলায় চার্জশিট দেয় পুলিশ। এরপরই আইনজীবী মারফৎ অনুপ মাজি ওরফে লালা বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানালে গত ১০ সেপ্টেম্বর বিচারক তা খারিজ করে দেন। আবারও ফের ওই একই আদালতে একই মামলার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অনুপ মাজি ওরফে লালা। যার শুনানি এদিন হওয়ার কথা ছিল।

অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আইনজীবী অনির্বান বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, আমরা আগাম জামিনের জন্য আবেদন করেছিলাম। আজ শুনানির কথা ছিল৷ তবে তাঁরা আদালতে সেই আবেদন প্রত্যাহারের আবেদন করেছেন বলে তিনি জানান। সরকারি আইনজীবি অরুণ কুমার চট্টোপাধ্যায় বলেন, ওনারা আগাম জামিনের আবেদন করেছিলেন। এদিন আদালত নির্ধারিত শুনানির দিনই সেই আবেদন প্রত্যাহার করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =