abhisekh banerjee
কলকাতা: মঙ্গলবার জন্মদিন ছিল তৃণমূল কংগ্রেসের ‘যুবরাজ’, নেতা-সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার মধ্যরাত থেকেই তাঁকে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। আজ তাঁর বাড়ির সামনে দেখা গেল অনুরাগীদের ভিড়। সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছিল দলীয় কর্মী–সমর্থকদের ঢল। এছাড়া বেশ কিছু সাধারণ মানুষও সেখানে হাজির হয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। পাশাপাশি দলের শীর্ষ নেতা, মন্ত্রীরা তো ছিলেনই তাঁকে শুভকামনা জানাতে।
এদিন দুপুরের কিছু পর কয়েক মিনিটের জন্য বাড়ির বাইরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর বাড়ির সামনে থাকা অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা রীতিমতো বাজনা বাজিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তবে শুধু এই ভিড় ছিল তা নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে অনেক কিছু। তাছাড়া ডায়মন্ড হারবারের সাংসদের দীঘার্য়ু কামনা করে নানা মন্দিরে পুজোর আয়োজনও করা হয়।
মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা এ কথা বলেন যে, খুব অল্প বয়স এবং সময়ের মধ্যেই তিনি বাংলার রাজনীতিতে জনপ্রিয় হয়ে গিয়েছেন। তৃণমূলের নতুন প্রজন্মের কাছেও তিনি ভীষণভাবে আপন। সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বে একাধিক আন্দোলন বা কর্মসূচি করেছে তৃণমূল কংগ্রেস। তা থেকে সফলতাও দাবি করেছে তারা।