কলকাতা: মেঘলা আকাশ, সঙ্গে ঠান্ডা হাওয়া৷ সকাল থেকেই উধাও শীত৷ রাতে শীতল আবহাওয়া৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই পরিস্থিতি চলবে৷ যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি নামছে৷ আর এই বৃষ্টির হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়বে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়, খবর হাওয়া অফিস সূত্রে৷
তবে শীত আসার আগে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা৷ আজ সোমবার থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে৷ এছা়ড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ,মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ ৪৮ ঘণ্টার মধ্যে জেলা জুড়ে ভারী-অতি ভারী বৃষ্টি শুরু হবে৷ বৃষ্টি থামলেই শীত আরও তীব্র হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ সেক্ষেত্রে তাপমাত্রার পারদ ১২-১৩ ডিগ্রি পর্যন্তও নামতে পারে৷ উত্তরপ্রদেশ-ছত্তীসগড়ে মেঘলা আকাশ থাকায়, বাংলার আকাশেও সূর্যের আলো মুখ লুকিয়েছে৷ হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির দাপট কমলেই শীত ফিরবে৷ থাকবে বেশ কয়েকদিন৷