কলকাতা: গ্রীষ্মের তাপদাহ পেরিয়ে বঙ্গজুড়ে শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ ঠাণ্ডা লাগছে গায়ে৷ দোড়গোড়ায় কড়া নাড়ছে শীত৷ বাজারেও পড়েছে তার প্রভব৷ সবজি হাজার ছেয়েছে মুরশুমি ফসলে৷ দোকানে দোকানে শাক-সবজির সম্ভার। ফুলকপি, বাঁধাকপির মতো সবজি উঠেছে প্রচুর পরিমাণে। গত সপ্তাহের গোড়া থেকেই বাজারে ফুলকপি-বাঁধাকপি আসতে শুরু করেছে৷ কিন্তু দাম ছিল বেশ চড়া৷ সপ্তাহ ঘুরতে সেই দাম কিছুটা হলেও কমেছে৷ তবে মাছের বাজারে যেন আগুন৷ দেখে নিন কোন মাছ ও সবজির দাম কত-
আরও পড়ুন- সুপ্রিম ধাক্কা! ED-র গ্রেফতারি বৈধ, থাকতে হবে হেফাজতে, মানিকের আবেদন খারিজ শীর্ষ আদালতে
জ্যোতি আলু – কেজি প্রতি ২৮ টাকা থেকে ৩০ টাকা
চন্দ্রমুখী আলু – কেজি প্রতি ৩৬ টাকা থেকে ৩৮ টাকা৷
পেঁয়াজ প্রতি কেজি – ২৫ টাকা থেকে ৩৫ টাকা
টমেটো কেজি প্রতি – ৮০ থেকে ৯০টাকা।
ফুলকপির প্রতি পিস – ২০ থেকে ২৫ টাকা
বাঁধাকপির কেজি প্রতি দাম- ৩০ টাকা থেকে ৪০ টাকা
পেঁপের দাম – ২০ টাকা প্রতি কেজি
পাতিলেবু – ২ টাকা থেকে ৩ টাকা পিস
ঢ্যাঁড়শ – প্রতি কেজি ৬০ টাকা থেকে ৭০ টাকা কুমড়ো – কেজি প্রতি ৪০ টাকা
বেগুন – কেজি প্রতি ৬০ টাকা
লঙ্কা ১০০ গ্রাম – ১২ টাকা
পালং শাক – আঁটি ১০ থেকে ১৫ টাকা
মাছের দাম ক্রমেই উর্ধ্বমুখী-
রুই মাছ – ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি
পোনা মাছ – ১৬০ টাকা থেকে ১৯০ টাকা কেজি
পাবদা মাছ – কেজি শুরু ৪০০ টাকা থেকে
কাতলা মাছ – ৩৫০ টাকা কেজি থেকে শুরু
ভোলা মাছ – ২৫০ টাকা কেজি
লোটে মাছ – ১০০ টাকা কেজি
অন্যদিকে, মুরগীর মাংসের দাম – ১৯০ টাকা থেকে ২১০ টাকা কেজি
গোটা মুরগি – ১২০ থেকে ১৩৫ টাকা কেজি
খাসির মাংস – ৬৯০ টাকা থেকে ৭৩০ টাকা কেজি
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>