শীতের ‘আয়ু’ আর কতদিন? বৃষ্টির ভ্রূকুটির মাঝে উত্তর খুঁজছে হাওয়া অফিস

শীতের ‘আয়ু’ আর কতদিন? বৃষ্টির ভ্রূকুটির মাঝে উত্তর খুঁজছে হাওয়া অফিস

dff5e568efbf21edcf2f82bd364e6245

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে ফের শীতের কোলে ঢোলে পড়েছিল রাজ্য। বিগত কয়েকদিনে ভালোই ঠান্ডা পড়েছে বঙ্গে। মাঝে বৃষ্টি হলেও সেই মেঘলা আকাশ কেটে শীতের ফুরফুর হাওয়ায় মেতেছিল বাঙালি। কিন্তু ফের একবার সেই বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিনেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলেই জানান হচ্ছে। কিন্তু শীতের ‘আয়ু’ আর তাহলে কতদিন? সেই উত্তর এখনও স্পষ্ট নয় আবহাওয়াবিদদের কাছে।

আরও পড়ুন- ‘ও দারুণ ছেলে’, BJP সভাপতি সুকান্ত মজুমদারের ‘প্রশংসা’য় পঞ্চমুখ কেষ্ট

হাওয়া মহল জানাচ্ছে, আগামিকাল থেকেই বদলাবে আবহাওয়া। শুক্রবার থেকে আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। কিন্তু বৃষ্টি কেটে যাওয়ার পর কি শীত ফিরবে? না এটাই শীতের শেষ? এই প্রশ্নগুলির উত্তর এখনও পর্যন্ত নেই আবহাওয়া দফতরের কাছে। তারা আপাতত জানাচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হলে এক ধাক্কায় প্রায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই বলাই যায়, এক নিমেষে হঠাৎ ঠান্ডার অবনতি ঘটবে। কলকাতা সহ একাধিক জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি হবে বলে পূর্বাভাস। তবে হাওয়া অফিস এটাও স্পষ্ট করে দিচ্ছে যে, এইভাবে অসময়ে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের পক্ষে ভালো নয়। প্রভাব পড়বে চাষে। ফলস্বরূপ বাজারেও পড়বে টান।

এর আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, পশ্চিমী ঝঞ্ঝা আর তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে ঢুকতে শুরু করবে প্রচুর পরিমাণে জ্বলীয় বাষ্প৷ যার ফলে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তখন। প্রসঙ্গত, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ছিল কুয়াশাচ্ছন্ন আকাশ, যার ফলে একাধিক রাস্তায় যান চলাচলে কিঞ্চিৎ সমস্যা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও নিম্নমুখী বঙ্গের তাপমাত্রার গ্রাফ! শীতের আমেজ শুরু

আরও নিম্নমুখী বঙ্গের তাপমাত্রার গ্রাফ! শীতের আমেজ শুরু

09ab3747901356d4d46375c082d2a436

কলকাতা: আগে থেকেই পূর্বাভাস ছিল যে কালীপুজোর সময় থেকেই বাংলার শীতের একটা আমেজ শুরু হয়ে যাবে। সেই পূর্বাভাস কার্যত মিলে গিয়েছে। শেষ ২-৩ দিন ধরে বঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে আর আজ তা আরও কমবে বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষিতে বলাই যায়, বাংলায় এখন শীতের আমেজ শুরু। আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলা ও গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিমে শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ ভাইফোঁটার দিন রাজ্যে রাতের তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের থেকে নীচে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় রোদ থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিন সকাল থেকেই একটা হালকা শীতল আমেজ রয়েছে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়বে তাও বলে দেওয়া হয়েছে। বিগত কয়েক মাস ধরে ব্যাপক বৃষ্টি দেখেছে বঙ্গবাসী। সেই স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে এখন আপাতত মুক্তি মিলেছে। আগামী কয়েক দিন বঙ্গের তাপমাত্রা আরও স্বস্তি দেবে রাজ্যবাসীকে, এমনটাই পূর্বাভাস।

আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল যে সপ্তাহের শেষে তাপমাত্রা কমবে এবং আরও বেশি জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে যে তাদের পূর্বাভাস মোটামুটি মিলে গিয়েছে। বঙ্গ জুড়ে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়ার৷ শুষ্ক আবহাওয়ার টান ধরেছে ত্বকে। পুরুলিয়া ও শ্রীনিকেতনে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা এখনই ২০ ডিগ্রির নীচে। আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ থাকবে দক্ষিণে৷ স্বস্তির খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *