কলকাতা: একের পর এক নিম্নচাপের ধাক্কায় বঙ্গে ঢোকার পথে বারবার বাধা পেয়েছে শীত৷ সম্প্রতি জওয়াদ-এর প্রকোপে দক্ষিণ বঙ্গে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে৷ তবে সোমবার বিকেল থেকে বৃষ্টির প্রকোপ অনেকটাই কম৷ দ্রুত আবহাওয়ার উন্নতি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ জাওয়াদ বিদায়ে শীতের আগমনী বার্তা শোনাল হাওয়া অফিস৷ মিলল চলতি সপ্তাহেই গাঙ্গেয় বঙ্গে পারদ পতনের ইঙ্গিত৷
আরও পড়ুন- ‘বন্ধু’র ডাকে বাংলায় আসছেন মিকা, মুখে ‘খেলা হবে’ স্লোগান
আবহাওয়া দফতরের ইঙ্গিত শুনেই বাঙালির প্রশ্ন, তাহলে শীত আসছে কবে? আবাহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার (ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা শীতল হাওয়া) প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়েছে। এবার উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করবে উত্তর-পূর্বে৷ নিম্নচাপ কেটে যাওয়ায় উত্তুরে হাওয়ার পথে আপাতত আর কোনও বাধা নেই৷ ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে উত্তুরে হাওয়া ঢুকে পড়বে৷ নামবে পারদ৷ মোটামুটি ১১ ডিসেম্বরের পর শীত পড়বে বলে মনে করা হচ্ছে।
এদিকে আজও দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, কালিম্পং সহ সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলাকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।