দাপট কমছে শীতের, ফের সঙ্গী হতে পারে ছাতা!

দাপট কমছে শীতের, ফের সঙ্গী হতে পারে ছাতা!

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই শুক্রবার খানিকটা কমল শীত৷ এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিক। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷  এও স্বাভাবিক। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷

আরও পড়ুন- আরও বৃদ্ধি কলকাতার সংক্রমণে, বঙ্গের কোভিড গ্রাফে বাড়ল চিন্তা

তবে সোমবার থেকে পাল্টে যেতে পারে চিত্র৷  পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শুধু  শীতই উধাও হবে না, সোমবার থেকে  শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত৷ কলকাতা-সহ মোট ৭ টি জেলায়  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার থেকেই কলকাতাযর আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ এদিকে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী দুই থেকে চারদিনের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে কার্যত উধাও হবে শীত। আগামী কয়েকদিন সকালের দিকে জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে৷ কলকাতা থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে জেলাগুলির তাপমাত্রা৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াসে৷   

তবে শীতকাতুরে বাঙালি আর বেশি দিন শীতের আমেজ উপভোগ করতে পারবে না৷ আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রায় বদল আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জন্য দায়ী সেই পশ্চিমী ঝঞ্ঝা৷ বাংলায় উত্তুরে হাওয়ার প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তানের উপর রয়েছে। তবে ক্রমশই তা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যাঁর জেরে শীত কমবে বঙ্গে। তবে আবহাওয়ায় বড়সড় রদবদলের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =