শীত পর্ব শুরু হতে চলেছে বঙ্গে, আরও নামবে তাপমাত্রা

শীত পর্ব শুরু হতে চলেছে বঙ্গে, আরও নামবে তাপমাত্রা

a99a5f346dbe914a13cb02bacfda0232

কলকাতা: নাগাড়ে বৃষ্টি থেকে আপাতত রেহাই পেয়েছে বঙ্গবাসী। বিগত কিছুদিনে বৃষ্টি কমেছে বাংলায়। আর এই আবহেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। জানান হয়েছে, ধীরে ধীরে এবার শীতের আমেজ ফুটে উঠবে রাজ্যে। সেই পর্ব কার্যত শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছু কমবে বলেই অনুমান করা হচ্ছে। 

পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু সেভাবে হয়নি। তবে পুজোর পর এবং লক্ষ্মী পুজোর আগে যে ভারি বৃষ্টিপাত হবে তারও পূর্বাভাস ছিল। সেই হিসেবেই রবিবারের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল রাজ্যে। কিছু আপাতত আরও বৃষ্টির দেখা মিলবে না বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। বরং তাদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না আর রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। যদিও তারা এও জানাচ্ছে, উত্তরবঙ্গে একাধিক এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের আরও দাবি, ২৬ অক্টোবরের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরপর উত্তর-পশ্চিম ভারতে আসতে শুরু করবে পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাত হতে পারে এবং সার্বিকভাবে তাপমাত্রার হেরফের হবে।

তবে দক্ষিণ ভারত এখনই বৃষ্টিপাত থেকে রেহাই পাচ্ছে না। কারণ তামিলনাড়ু, পুডুচেরি অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে আগামী কয়েক দিন বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। কিছুদিন আগে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা সরে গিয়েছিল বিহারের দিকে। তার কারণে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে শুরু করেছিল বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছিল। এখন দেশের দক্ষিণ অংশে বৃষ্টিপাত বজায় থাকবে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *