কলকাতা: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস৷ আজ সন্ধ্যার পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷ তবে, ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই স্বস্তি মিলবে না৷
আজ পূর্বাভাস বলছে, আর কিছু সময়ের মধ্যেই বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে৷ তবে, এখনও পর্যন্ত কলকাতা ও শহরতলীতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ আগামী ৪৮ ঘণ্টা জারি থাকবে গরমের অস্বস্তি৷ দিনে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ৷
গরম থেকে এখনই রেহাই মিলছে না বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টাতেও এই অস্বস্তি চলতেই থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকালের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও দিল হাওয়া অফিস।