বড়বড় অস্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন গরম আরও বাড়বে। আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আগামী কয়েকদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রির আশপাশে থাকবে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকার জন্য অস্বস্তিকর ভ্যাপসা গরম কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে থাকবে। উপকূল সংলগ্ন ও কাছের এলাকায় দখিনা বাতাস বঙ্গোপসাগর থেকে

বড়বড় অস্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন গরম আরও বাড়বে। আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আগামী কয়েকদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রির আশপাশে থাকবে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকার জন্য অস্বস্তিকর ভ্যাপসা গরম কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে থাকবে। উপকূল সংলগ্ন ও কাছের এলাকায় দখিনা বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে।

অন্যদিকে, শুকনো ও গরম পশ্চিমী হাওয়ার জেরে ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকায় তাপমাত্রা বাড়ছে। সেখানে গরম হাওয়া প্রবাহিত হচ্ছে। তবে এখনও পশ্চিমাঞ্চলের জন্য তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =